কলকাতা: ফেন্ডশিপ ডে.. আজ বন্ধুদের দিন। আজ, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন, শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সেখানে যেমন রয়েছে কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)-এর ছবি, তেমনই রয়েছে অন্যান্য বন্ধুদের ছবিও। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে শ্রীময়ী লিখলেন, 'সুখে আর দুঃখে যে বন্ধুরা সবসময় আমার পাশে থেকেছে।'
শ্রীময়ী আর কাঞ্চনের প্রেমের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়েই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যেন শ্রীময়ীকে। এমনকি বন্ধুত্বের দিনেও এর আগে কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করে নিয়েছেন শ্রীময়ী। তবে সোশ্যাল মিডিয়ায় ততটা সক্রিয় নন কাঞ্চন। তাই শ্রীময়ীর সঙ্গে তেমনভাবে ছবি শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্বের দিকটা নিয়ে বরাবরই অকপট ছিলেন শ্রীময়ী। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে প্রথম ছবিটিই কাঞ্চনের সঙ্গে। রঙমিলান্তি করে পোশাক, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন কাঞ্চন আর শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন আর শ্রীময়ী বন্ধুত্বের ছবি পোস্ট করলেও আগের মতোই বন্ধ রেখেছেন মন্তব্য করার সুযোগ। ফলে কাঞ্চন শ্রীময়ীর ছবিতে কোনও মন্তব্য নেই।
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, শ্রীময়ী কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেছেন, 'আজ অবধি আমি কখনও চাইনি কাঞ্চন মল্লিক আমার হয়ে কারও কাছে কাজ চাক। কাজের জায়গায় আমি আলাদা একটা মানুষ। তবে একটা কথা স্বীকার করতে হয় যে কাঞ্চন আমার সঙ্গে খরাজদা মানে খরাজ মুখোপাধ্যায়ের আলাপটা করিয়ে দিয়েছিল। আমি খরাজদাকে বলেছিলাম, ওঁর সঙ্গে থিয়েটার করতে চাই। খরাজদা শুনেই রাজি হয়ে যান। ওঁর দলে আমার প্রথম থিয়েটার ছিল 'ভূশুন্ডির মাঠে'। ইতিমধ্যে আমি 'খিলাড়ি'- বলে একটা ছবিতেও কাজ করে ফেলেছি। খরাজদার সঙ্গে মিলে একাধিক মঞ্চে শো-ও শুরু হয়েছে তখন। সেই সময়ে আমি ছবির বিষয়ে খরাজদা আর মঞ্চ এবং ধারাবাহিকের বিষয়ে কাঞ্চনের সঙ্গে পরামর্শ করতাম। ওদের থেকে ঠিক ভুলটা জেনে নিতাম। আসলে একান্নবর্তী পরিবারের মেয়ে আমি, বয়স অল্প। সবসময় মনে হত, যেন ভুল পথে না চলে যাই। কাঞ্চন আর খরাজদা কখনও আমায় ভুল করতে দেননি কিছু। যে বিষয়টা ঠিক মনে হয়নি, বারণ করেছেন। কিছু কাজ নিজেরাই করতে বলেছেন। এই সাহায্যটা সবসময়ে পেয়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।