মুম্বই: পরিশ্রম করলে তার জন্য পুরষ্কারও তো প্রাপ্য! নিয়মের অন্যথা হল না কঙ্গনা রানাউতের ক্ষেত্রেও। আগামী ছবি ‘পাঙ্গা’তে এক কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন ‘কুইন’। পর্দায় চরিত্রটি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলছেন তিনি। কবাডি প্র্যাকটিস শেষে হাতেনাতে পেয়ে গেলেন ‘পুরষ্কার’ও। টিম ‘পাঙ্গা’র তরফে কঙ্গনা পেয়ে গেলেন প্র্যাকটিশ শেষে জবরদস্ত খাবার-দাবার। খিদের চোটে খেলেনও চুটিয়ে। শরীর সচেতন কঙ্গনার কব্জি ডুবিয়ে খাওয়ার ছবি আপলোডও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।



ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনার পাতে জিভে জল আনা দক্ষিণ ভারতীয় নানা পদ। ওই পোস্টে লেখা হয়েছে, কঙ্গনা সত্যিই দারুণ খেলেছেন। তাই টিম ‘পাঙ্গা’র তরফে এই আয়োজন!

অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত এই ছবির কিছু শুটিং-দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল আগেই। ছবিতে কঙ্গনার সঙ্গে অভিনয় করেছেন জেসি গিল, নীনা গুপ্ত, রিচা চাড্ডা প্রমুখ। ছবির দিল্লির শুটিং-পর্ব শেষ। এবার তাদের তাঁবু পড়বে কলকাতায়। আগামী বছরেরর ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছবিটির।