নয়াদিল্লি: উত্তর প্রদেশের এক সাংসদ-বিধায়ক আদালতের (MP-MLA court) তরফে তলব করা হয়েছে লোকসভা সাংসদ কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। ২০২০-২১ সালে কৃষক আন্দোলন (Farmers' Protest) প্রসঙ্গে তাঁর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্রেই তাঁকে তলব করে উত্তর প্রদেশের এই আদালত। ২৫ অক্টোবর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবী সঞ্জয় শর্মার কাছে। ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) (কিষাণ শক্তি)-এর সাধারণ সম্পাদক (সংগঠন) গজেন্দ্র শর্মার দায়ের করা অভিযোগে কঙ্গনা রানাউতকে মিডিয়া সাক্ষাৎকারের সময় উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে।


কঙ্গনা রানাউতকে তলব করল উত্তর প্রদেশের আদালত


কেন্দ্রের তৈরি তিনটি বিতর্কিত কৃষি আইনের (যা পরবর্তীকালে তুলে নেওয়া হয় কেন্দ্রের তরফে) বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে নামেন কৃষক সমাজ। সেই সময় এই আন্দোলন প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী যেখানে সহিংসতা, ধর্ষণ এবং বিক্ষোভ চলাকালীন হত্যার দাবিরও উল্লেখ করেছিলেন তিনি। অপর পক্ষের আইনজীবী সঞ্জয় শর্মা নিশ্চিত করেছেন যে ১৯ সেপ্টেম্বর আদালতে এই অভিযোগ দায়ের হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর তিনি বলেছেন, 'কঙ্গনা রানাউতকে নোটিস পাঠিয়েছে আদালত, ২৫ অক্টোবর হাজিরা দেওয়ার কথা জানিয়ে। মামলাটি কৃষক আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে তাঁর মন্তব্য সম্পর্কিত।'


গজেন্দ্র শর্মা অভিযোগের প্রকৃতির বিশদ বিবরণ দিয়ে জানান যে অভিনেত্রী পূর্বে লোকসভা নির্বাচনের আগেও কৃষকদের আন্দোলন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তিনি বলেন, 'গাজিপুর সীমান্তে প্রতিবাদের সময় কঙ্গনা রানাউত কৃষকদের খালিস্তানি ও পাকিস্তানি বলে দাগিয়ে দেন। এখন, সাংসদ হওয়ার পর, তিনি কয়েক ধাপ এগিয়ে গিয়ে কৃষকদের ধর্ষক ও খুনি বলে চিহ্নিত করছেন।'


গজেন্দ্র শর্মা আরও বলেন, 'আমরা ওঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে যেখানে যেতে হবে আমরা যাব। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও যাব। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, ওঁকে সংসদ ভবন থেকে সরিয়ে দেওয়ার জন্য।'


আরও পড়ুন: 'Basu Paribar': নীলার শ্লীলতাহানির চেষ্টা, বাঁচাতে পারবে দীপু? 'বসু পরিবার' ধারাবাহিকে নয়া মোড়


এই মামলাটি দ্বিতীয় অতিরিক্ত সিভিল জজ অর্জুন সিংহের আদালতে (সিনিয়র ডিভিশন) দায়ের করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর হবে মামলার শুনানি। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউতের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।