মুম্বইচুল ছোট থাকার সময় আকর্ষণীয় মনে হয়নি। পরে মাথার চুল বড় রাখতেই প্রেমে হাবুডুবু খেয়ে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)!


'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hain)। বলিউডের ব্লকবাস্টার সিনেমা। শাহরুখ, রানি মুখোপাধ্যায় ও কাজলের কেমিস্ট্রি ঝড় তুলেছিল সেই সময় সকলের মনে। ১৯৯৮ সালের সেই সিনেমা দেখার পর কলেজ পড়ুয়া কোনও ছেলে বা মেয়ে নিজেদের একবারের জন্যও রাহুল খন্না (শাহরুখের অভিনীত চরিত্র), অঞ্জলি শর্মা (কাজলের অভিনীত চরিত্র) বা টিনা মলহোত্র (সেই সিনেমায় রানির পর্দার নাম)-র মতো ভাবেননি, এমন নজির হয়তো খুঁজে পাওয়া দুষ্কর।


সেই সিনেমাতেই দেখা গিয়েছিল, কলেজে রাহুল ও অঞ্জলির বন্ধুত্ব, খুনসুটি। একে অপরকে চোখে হারায়। অথচ সারাক্ষণ একে অন্যের সঙ্গে খুনসুটিও চলে। অঞ্জলির চরিত্রে অভিনয় করা কাজল সিনেমার প্রথমার্ধে ছিলেন অনেকটা টম বয় মার্কা। ছেলেদের পোশাক পরতেন। ছোট করে ছাঁটা চুল। পরে রানি মুখোপাধ্যায় কলেজে ভর্তি হওয়ার পরই শাহরুখ তাঁর প্রতি আকৃষ্ট হন। তাঁদের প্রেম পরিণতি পায়। বিয়ে হয় দুজনের।


যদিও সুপারহিট সেই সিনেমায় দেখানো হয়েছিল, পরে মৃত্যু হয় অসুস্থ রানির। তারপর কাজলকে পর্দায় দেখা যায় অন্য রূপে। তখন তাঁর এক ঢাল মাথার চুল। শাড়িতে মোহময়ী। পুরনো বন্ধুর প্রেমে পড়ে যান শাহরুখ।


আর সেখানেই বিপত্তি। পরিচালক কর্ণ জোহরকে সামলাতে হয়েছিল শাবানা আজ়মির প্রশ্নবাণ। সম্প্রতি যে গল্প শুনিয়েছেন পরিচালক নিজেই।


কর্ণ জানিয়েছেন, শাবানা আজমি তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এটা কী রকম গল্প? যখন নায়িকার চুল ছোট, তখন তাঁকে আকর্ষণীয় লাগছে না নায়কের। আর চুল বড় করতেই তাঁর প্রেমে পড়ে গেলেন নায়ক? গোটা চিত্রনাট্যের সমালোচনা করেছিলেন শাবান।


তবে কর্ণও ব্যাপারটা নিয়ে শাবানার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন। সেই সঙ্গে কর্ণ বলেছেন, ‘এখন কোনও সময় টিভি খুললে যদি দেখি কুছ কুছ হোতা হ্যায় চলছে, নিজেরই লজ্জা লাগে। কত ভুল যে করেছিলাম সিনেমাটি তৈরির সময়...। আমি নিজেই অসংখ্য ভুল খুঁজে বার করি।’


যদিও বলিউডে সর্বকালের সফলতম রোম্যান্টিক সিনেমার তালিকায় থেকে গিয়েছে কুছ কুছ হোতা হ্যায়। শাহরুখ-কাজলের রসায়ন মানুষের মনে ঝড় তুলেছিল।


আরও পড়ুন: Soumitrisha Kundoo: অবশেষে প্রেম নিয়ে খোলাখুলি উত্তর, সৌমিতৃষার জীবনের নতুন মানুষটি কে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।