কলকাতা: করিশ্মা তান্না বিটাউনের জেনওয়াই অভিনেত্রীদের মধ্য়ে অন্য়তম। সিরিয়াল থেকে শুরু করে একাধিক সিনেমা, ওয়েব সিরিজে ইতিমধ্য়েই কাজ করে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের প্রসঙ্গ সামনে আনলেন অভিনেত্রী। তিনি জানান যে, তাঁর ছোটবেলার জীবনটা অত্য়ন্ত সাধারণভাবে কেটেছ। তাঁর বাবা পুত্র সন্তান চেয়েছিলেন, তাই তিনি জন্মানোর পর একমাস তার মুখও দেখেন নি তারঁ বাবা। বাবার এই ব্য়বহার অভিনেত্রীকে অত্য়ন্ত আঘাত দিয়েছিল। আর তখনই তিনি ঠিক করে ফেলেন তিনি 'সাধারণ জীবন' চান না, যেখানে কাউকে বিয়ে করে সন্তানের জন্ম দিয়ে তিনি শান্তিতে সংসার করবেন।
আরও পড়ুন...
Smooth Skin: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?
তিনি আরও বলেন যে, তিনি একটি নিম্ন মধ্যবিত্ত গুজরাটি পরিবারের মেয়ে। খুব ছোটবেলা থেকেই আর্থিকভাবে লড়াই করে বড় হয়েছেন তিনি।
এর পাশাপাশি কারিশ্মা তান্না আরও বলেন যে, “আমার মা আমাকে বলেছিলেন যে আমি যখন জন্ম নিই তখন আমার বাবা খুশি ছিলেন না। কারণ তিনি একটি ছেলে চেয়েছিলেন এবং সাধারণ গুজরাটি পরিবারের মতো আমাদেরও পারিবারিক চাপ ছিল। তারা ভেবেছিল একটি পুত্র তাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আরও উপার্জন করতে পারে এবং তারা উচ্চতর। আমার মায়ের দুই মেয়ে ছিল। আমার দাদু এবং দিদা আমাদের সঙ্গে বৈমাত্রিক আচরণ। তবে তাঁদের এই ব্য়বহার আমাকে শক্তিশালী করেছিল। আমি তাদের দেখিয়েছি যে একটি ছেলে যা করে তা একটি মেয়েও করতে পারে।"
প্রসঙ্গত, গতবছর ৫ ফ্রেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বরুণ বঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন করিশ্মা তান্না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গায়ে হলুদের বেশ কিছু ছবি এবং বিশেষ ভিডিও শেয়ার করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। বেশ কিছু ছবিতে তাঁকে সাদা পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে। আবার বেশ কিছু ছবিতে হবু স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে গায়ে হলুদ অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। শ্বেতশুভ্র পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। গায়ে হলুদে করিশ্মা তান্নার পরণে ছিল সাদা রঙের ডিজাইনার পোশাক। সঙ্গে ফুলের গয়না। শুধু ছবিই নয়, গায়ে হলুদের প্রস্তুতি থেকে অনুষ্ঠান পর্বের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও তাঁকে হবু স্বামীর সঙ্গে আংটি খুঁজতে দেখা যাচ্ছে। তো কোথাও একে অপরের গালে হলুদ মাখিয়ে দিতে।