কলকাতা: ফের রহস্যের সন্ধানে বেরিয়ে পড়বেন সোনাদা। কবে? আজ ঘোষণা করা হল সেই দিনই। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধ্রুব বন্দোপাধ্যায়ের (Dhubo Banerjee) সোনাদা ফ্রাঞ্চাজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty) ও ইশা সাহা (Isha Saha)।
ধ্রুব বন্দোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ' করোনা পরিস্থিতিতে কার্যত হলে দর্শক ফিরিয়েছিল। সোনাদা ফ্রাঞ্চাজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' নিয়ে তাই দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ হয়েছে বই কী? সেটা কী আলাদা চাপ তৈরি করছে পরিচালকের ওপর? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ধ্রুব বললেন, ' আমি বলব এটা দর্শকদের ভালোবাসা। করোনা ভীতি কাটিয়ে মানুষ বাংলা ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে আসছেন, নতুন ছবি মুক্তির অপেক্ষা করছেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না সত্যিই।'
আরও পড়ুন: ৩রা জুন বড়পর্দায় প্রথম বিক্রম-মধুমিতা জুটি, 'কুলের আচার' নিয়ে থাকছেন ইন্দ্রাণীও
আজ এসভিএফের তরফ থেকে মোট আটটি ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা গল্প দুটি। একটি ফেলুদার 'হত্যাপুরী', অন্যটি সোনাদার 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। চিরাচরিত গোয়েন্দা চরিত্রদের থেকে সরে এসে বাংলাকে নতুন চরিত্র উপহার দিয়েছেন ধ্রুব। পরিচালক বলছেন, 'আমাদের প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু। কিন্তু এই প্রজন্মের বড় হওয়া জড়িয়ে থাকবে এমন চরিত্র কই? এখন সমস্ত সম্পর্কের সমীকরণ বদলেছে, পরিস্থিতি বদলেছে। নতুন প্রজন্ম নিজেদের সঙ্গে মেলাতে পারবে সেই ভাবনা থেকেই সোনাদার জন্ম। আর সোনাদা কখনও দেশে বিদেশে যায় না। বাংলার মধ্যেই ঘোরাফেরা করে তার সমস্ত গল্প। আমি সোনাদার প্রতিটা গল্পেই বাংলার সংস্কৃতি, ইতিহাসকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। বিষয়টা অনেকটা খেলার ছলে পড়ানোর মত। যাতে ছোটদের বাংলার ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ে। ঠিক যেমনটা হত আমাদের ছোটবেলার কমিকসে।'
ছোটদের কথা ভেবেই কী পর্দায় সোনাদাকে ফেরানোর সিদ্ধান্ত? ধ্রুব বললেন, 'নতুন দর্শক তৈরি না করলে বাংলা ইন্ডাস্ট্রির কোনও ভবিষ্যৎ নেই। কেবল সোনাদা নয়, আমি প্রত্যেকটা ছবি বানানোর সময় মাথায় রাখি, আমার ছবি যেন আট থেকে আশি, সবাই দেখতে পারে।'