মুম্বই: সম্প্রতি বিমানবন্দরে এক অপরিচিত ছোট্ট শিশুকে কোলে নিয়ে শপিং করতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে। ইন্সটাগ্রামে সেই ছবি দেওয়ার সঙ্গে সঙ্গেই হিট। প্রসঙ্গত, সদ্য ইন্সটাগ্রামে পা রেখেই ভক্তদের তাঁর সমস্ত কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল রাখার চেষ্টা করেন ক্যাট।
এই মুহূর্তে টাইগার জিন্দা হ্যায় ছবির জন্যে গ্রিসে একটি গানের শ্যুট করছেন ক্যাট। সেখানেই বিমানবন্দরে এক শিশুকে কোলে নিয়ে কেনাকাটায় মগ্ন দেখা গেল নায়িকাকে।