Kaushik Ganguly on Amar Boss: 'আমার বস অধিকাংশ নাগরিকের বায়োপিক', রাখী-শিবপ্রসাদের সিনেমা দেখে লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়
Shiboproshad-Rakhi Gulzar: 'আমরা সবাই এই পরিস্থিতির ভিকটিম। যে বিনোদন মনে ব্যক্তিগত অপরাধবোধ ও অনুশোচনা তৈরি করতে পারে, তার গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই' , লিখছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়

কলকাতা: মুক্তির পরেই দর্শকদের ভাল প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। প্রযোজনা সংস্থা উইন্ডোজ বলছে, ১ দিনেই বিক্রি হয়ে গিয়েছে ১০ হাজার টিকিট। আর সেই ছবি দর্শকদের কাছে পৌঁছনোর আগেই, তা দেখে ফেলেছিলেন আরেক পরিচালক। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-র নতুন ছবি 'আমার বস' (Amar Boss) ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও রাখী গুলজার (Rakhi Gulzar)। আর সেই ছবি দেখে, সোশ্য়াল মিডিয়ায় কলম ধরলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
কৌশিক লিখেছেন, 'উইন্ডোজের থিয়েটারে একা বসে দেখলাম ওদের নতুন ছবি আমার Boss। কে কেমন বা কারা আছেন সেসব লিখে দীর্ঘ করব না। আমি চিত্রসমালোচক নই তাই আমার এই লেখায় দর্শকের ও একজন নাগরিকের উচ্চারণই শোনা যাবে। প্রথমেই কৃতজ্ঞতা জানাই উইন্ডোজকে, কারণ ধারাবাহিক ভাবে নানা স্বাদের ছবিতে তারা যেভাবে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে চলেছেন তার জন্য। বিনোদনের অযুহাতে চোখ ধাঁধানো কোনো ভেল্কি বা ম্যাজিকের পথ তাঁরা নেননি। সরল বিস্তারে অত্যন্ত আধুনিক, জরুরি একটা বিষয়কে সযত্নে রুচিশীল ও পারিবারিক ভাবে তুলে ধরেছেন। বেলাশেষে ছবিতে একটা নির্দিষ্ট পরিবারের ইউনিক একটা পরিস্থিতি ছিল, কিন্তু এই ছবি ৯৮% দর্শকের বুকে গেঁথে যাবে। তার মূল কারণ আমরা সবাই এই পরিস্থিতির ভিকটিম। যে বিনোদন মনে ব্যক্তিগত অপরাধবোধ ও অনুশোচনা তৈরি করতে পারে, তার গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কোনো অনুপ্রেরণা বা অবলম্বনে নয় , এটা বরং বলবো অধিকাংশ নাগরিকের বায়োপিক। প্রতিটি সংসারে এই ছবির বিষয়টি অস্থির ভারে সমাধান খুঁজে মরছে রোজ। ঠিক তখনই আমার Boss একটা অসামান্য মডেল তুলে ধরল কর্পোরেট জগতের সামনে। প্রতিদিন কাজের জগৎ ও কাজের ভঙ্গি বদলাচ্ছে, সেই বদলের একটা অপূর্ব প্রস্তাব হয়ে থেকে যাবে এই ছবি। যদি সত্যি কোনোদিন এই ছবি বাস্তব হয়ে ওঠে দেশ জুড়ে, সেদিন মা ও মাতৃভূমি একসাথে খুশি হবেই। প্রত্যেকের দেখা উচিত এই ছবি, কারণ জন্ম থেকে আমাদের সবার Boss, মা। যাদের মা আমার মতো চলে গেছেন, তারা আফসোস করবেন, আর যাদের মা এখন আছেন, তারা চোখে জল নিয়ে ভাবতে বসবেন। সৎ ছায়াছবি তার গল্প, নাচ,গান, রসিকতা ও নাটকের মোড়কে যদি এটুকু করতে পারে, ভাবাতে পারে, সেটাই বড় জয়। অভিনন্দন এছবির প্রতিটি সদস্যকে। সুপারহিট হোক।'






















