Kaushik Ganguly: আসছে 'অর্ধাঙ্গিনী ২'? কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন পোস্ট ঘিরে জল্পনা
Ardhangini 2: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কৌশিক। দেখা যাচ্ছে, সেখানে রাখা রয়েছে দুটো মেয়েদের ঘড়ি।

কলকাতা: তাঁর পরিচালিত 'অর্ধাঙ্গিনী' বেশ প্রশংসিত হয়েছিল। কৌশিক সেন (Kaushaik Sen), জয়া আহসান (Jaya Ahsaan) ও চূণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) অভিনীত সিনেমা 'অর্ধাঙ্গিনী'-র কী এবার আসতে চলেছে সিক্যুয়াল? সোশ্যাল মিডিয়ায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) সদ্য একটি পোস্ট করেছেন। আর সেই ছবি দেখে অনেকেই মনে করছেন, আসতে চলেছে 'অর্ধাঙ্গিনী'-র সিক্যুয়াল। সোশ্যাল মিডিয়ায় এদিন এমন কী পোস্ট করেছিলেন কৌশিক?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কৌশিক। দেখা যাচ্ছে, সেখানে রাখা রয়েছে দুটো মেয়েদের ঘড়ি। একটি শাঁখা আর পলা। অন্যদিকে রাখা রয়েছে দুটি নোয়া। একটি হার ও একটি আংটি রাখা। ক্যাপশানে কৌশিক লিখেছেন, 'দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিলো… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে কার্যত সবারই মনে পড়েছে 'অর্ধাঙ্গিনী' ছবিটির কথা। অনুপম রায় এই ছবির জন্য 'আলাদা আলাদা' বলে একটি গান লিখেছিলেন। গানটির দুটি ভার্সন। একটি গেয়েছেন অনুপম রায় নিজেই ও অন্যটি ইমন চক্রবর্তী। ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি। কৌশিকের সোশ্যাল মিডিয়ায় পোস্টে সেই 'আলাদা আলাদা' দেখেই অনেকে ধরে নিয়েছেন, আসছে 'অর্ধাঙ্গিনী'-র সিক্যুয়াল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, 'তবে কি 'অর্ধাঙ্গিনী ২' আসছে? সবাই উত্তর জানতে চেয়েছেন পরিচালকের কাছ থেকে।
প্রসঙ্গত, সামনেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ছবি 'ধূমকেতু'। বড়পর্দায় এখনও পর্যন্ত দেব ও শুভশ্রী জুটির শেষ ছবি 'ধূমকেতু'। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল দীর্ঘদিন আগেই। তবে বিভিন্ন জটের কারণে ছবিটি মুক্তি পায়নি। অবশেষে যাবতীয় জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। সম্প্রতি দেব-এর প্রযোজনা সংস্থার পেজ থেকে 'ধূমকেতু'-র নতুন পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির দিন।
জানা যাচ্ছে, চলতি বছরের ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় 'ধূমকেতু' -র একটি পোস্টার ও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ পিছন দিক থেকে তোলা এই ছবি। এই সিনেমায় দেব-কে দেখা যাবে একটি বৃদ্ধের লুকে। প্রস্থেটিক মেকআপে দেব-এর সেই লুক প্রকাশ্যেও এসেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ওই পর্যন্তই। ওই একটি ছবি ছাড়া দেব -এর লুকের কোনও ঝলক দেখা যায়নি। আজ প্রকাশ পেল দেব-এর লুকের নতুন ঝলক। বৃদ্ধের বেশে।
View this post on Instagram























