মুম্বই: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story )ছবি নিয়ে বিতর্ক চলছেই। যা মূলত লভ্ জিহাদ এর উপর নির্মিত। আর এবার সেই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)।
'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর দাবি, 'ছবি মাধ্যমে সংঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'মূলত 'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক অব্যহত। অভিযোগ, ছবিটির ট্রেলরে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
কেন ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারির আর্জি ?
এখানেই শেষ নয়, কেরলকে সন্ত্রাসবাদীদের 'সেফ হেভেন' হিসেবে দেখানো হয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি মাসের ৫ তারিখে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় বিপুল শাহ। তবে শুধু কংগ্রেসই নয়, ডিওয়াইএফআই এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছে।
'মিথ্যাচার'-র অভিযোগ
উল্লেখ্য, এর আগে এই ছবির মুক্তি আটকাতে কেরল সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল, কংগ্রেস। কংগ্রসের কথায়, এই ছবির অনেকটাই মিথ্যে। এর ফলে সংখ্যালঘু শ্রেণীর ভাবাবেগে আঘাত লাগতে পারে।কংগ্রেস নেতা ভিডি সাথীসান জানিয়েছেন, এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। ছবির টিজারে দেখানো হয়েছে , কেরলের ৩২ হাজার জোর করে ধর্মান্তরিত করে নিয়ে গিয়ে, তাঁদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণে শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য এবং একটি ধর্মের মানুষের অপমান। এর পিছনে রয়েছে সংঘীদের হাত।'
ঠিক কী হয়েছিল ?
গত নভেম্বরে ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর ব্যপক বিক্ষোভের মুখোমুখি হয়েছিল গোটা কেরল। আর এবার ফের উঠল বিতর্কের ঝড়। ছবিতে বলা হচ্ছে, ২০১৬ সালে উত্তর কেরলের ২১ জন গায়েব হওয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি তৈরি করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। এখানেই শেষ নয়, আরও দাবি, সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছিল কেরলের ওই ২১ বাসিন্দা।
আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?
আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?