কলকাতা: এই বছরের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন সত্যজিৎ রায়ের স্মরণে মোড়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই 'অরণ্যের দিনরাত্রি' ছবির প্রদর্শন দিয়ে শুরু হল এই বছরের চলচ্চিত্র উৎসব। সত্যজিৎ রায়ের পোস্টারে সেজে উঠেছে নন্দন চত্বর। আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। আজ অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ রায়ের কথায় উঠে এল শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সঙ্গের পুরনো স্মৃতি। 


আপ্লুত সন্দীপ রায়


'বাবার গান দিয়ে অনুষ্ঠানের সূচনা', বক্তব্যের শুরুতেই গোটা আয়োজনকে ধন্যবাদ জানান সন্দীপ রায় (Sandip Roy)। পরিচালক বলেন, 'বাবাকে অনুষ্ঠানের আয়োজন, বাবার গান দিয়ে অনুষ্ঠান শুরু, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। রাজ (চক্রবর্তী), মমতাদেবী (বন্দ্যোপাধ্যায়) তো আছেনই, তাঁদের কথা আলাদা করে বলার প্রয়োজনই নেই। এই বছর শত্রুঘ্ন সিনহা আমাদের মধ্যে আছেন। বহু বছর আগে, তখন বাবা-মা ছিলেন। ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। আমি গিয়ে ওনাকে বলেছিলাম আমি আপনার ভীষণ ভক্ত। উনি তখন গান শট গলায় বলেছিলেন, আমি আপনার বাবার ভীষণ ভক্ত।'


আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা সিনেমা বিশ্বের সেরা, সিনেশিল্পে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর


আজ থেকে শুরু হল ২৭ তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। ১ মে পর্যন্ত চলবে এই উৎসব। রবিবার সন্ধে ৬টায় রবীন্দ্রসদনে হবে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। আজ নজরুল মঞ্চে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মাল্য। এছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখেন ছবির জগতের বিভিন্ন কিংবদন্তিরা। 


আজ এই মঞে বাংলার সিনেমা শিল্পের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, 'সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে অবদান রয়েছে এই শিল্পক্ষেত্রের।' তিনি আরও বলেন যে বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। রাজ্যে প্রতিভার কোনও কমতি নেই। বাংলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল-সব রয়েছে। বাংলায় সিনেমা শিল্পের উন্নতির বহু সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাংলার চলচিত্র বিশ্বের মধ্যে সেরা।'