Koel Mallick: মা কোয়েলের কোলে বসেই কবীরকে ভাইফোঁটা দিল কাব্য, বিশেষ দিনে মল্লিক বাড়িতে উৎসবের আমেজ
Koel Mallick at Bhat Fota: কয়েক মাস হল, ফের মা হয়েছেন কোয়েল। কোলে এসেছে ছোট্ট কাব্য। আর এবার, প্রথম কবীরকে ভাই ফোঁটা দিল ছোট্ট কাব্য।

কলকাতা: সদ্য়ই মুক্তি পেয়েছে কোয়েল মল্লিকের (Koel Mallick) নতুন সিনেমা। 'স্বার্থপর'। সেই সিনেমায় তুলে ধরা হয়েছে ভাই বোনের বন্ধনকে। তাঁদের মধ্যে যেমন ভালবাসা, তেমনই আবার দ্বৈরথ ও। এই ছবির হাত ধরেই, ১৬ বছর পরে বাবার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন কোয়েল মল্লিক। ছবিতে কোয়েলের দাদার ভূমিকায় দেখা যাচ্ছে কৌশিক সেনকে। আর এই ছবির প্রচারের সময়েই কোয়েলের মুখে বারে বারে উঠে এসেছে তাঁর নিজের দুই ছেলে মেয়ে কাব্য আর কবীরের কথা!
কয়েক মাস হল, ফের মা হয়েছেন কোয়েল। কোলে এসেছে ছোট্ট কাব্য। আর এবার, প্রথম কবীরকে ভাই ফোঁটা দিল ছোট্ট কাব্য। সেই উপলক্ষ্যে, সপরিবারে মল্লিক বাড়িতে পৌঁছলেন কোয়েল। মা কোয়েলের কোলে বসে, প্রথমবার দাদা কবীরকে ভাইফোঁটা দিল কাব্য। কোয়েল এর আগেই জানিয়েছিলেন, কাব্য এখনও ভালভাবে দাঁড়াতেও শেখেনি, কোনও জিনিস ধরে টলমল পায়ে দাঁড়ায় সে। আর বোনকে কাঁদিয়েই নাকি কবীরের মজা। কাব্য কিছু হাতে নিলেই সেটা এসে ছিনিয়ে নেয় কবীর, আর ছোট্ট কাব্য তাতেই নাকি কেঁদে ভাসায়।
তবে কোয়েল জানান, দুই ভাই বোনের মধ্যে কিন্তু একটা অমোঘ টান রয়েছে। কাব্যকে বিরক্ত করার জন্য কবীর কোয়েলের কাছে বকুনি খেলেও, কাব্য নাকি হামাগুড়ি দিয়ে ঘোরে দাদার পিছনে পিছনেই। দাদা কাঁদালেও একেবারেই বিরক্ত হয় না সে। কোয়েল বারে বারেই বলেন, কাব্য আর কোয়েলের মধ্যে যেন সম্পর্ক এমনই মধুর থাকে চিরকাল, সেটাই তিনি চান। আর আজ, কোয়েল কাব্যকে সাজিয়েছিলেন গোলাপি লেহঙ্গায়। তার মাথায় গোলাপি ঝুঁটি। অন্যদিকে কবীর পরেছিল হলুদ পাঞ্জাবি। কাব্যর হাত থেকে ভাই ফোঁটা নিতে গিয়ে, কবীরের মুখে যেন হাসি আর ধরে না। তবে একরত্তি কাব্যের এখনও সম্পূর্ণ নিজে ফোঁটা দেওয়ার বয়স হয়নি। কাব্যকে হাতে ধরে কবীরের কপালে ফোঁটা দিইয়ে দিলেন কোয়েলই।
সোশ্যাল মিডিয়ায় আরও ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, রঞ্জিত মল্লিকে ফোঁটা দিচ্ছেন তাঁর বৃদ্ধ দিদি। এদিন মল্লিক বাড়ির সবাই জড়ো হয়েছিলেন ভাইফোঁটা পালন করতে।
View this post on Instagram






















