কলকাতা: সদ্য মা হতে চলেছেন তিনি। পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। আর তার আগে, বাড়ির পুজো উদযাপনে কোয়েল মল্লিক (Koel Mallick)। এবার ১০০ বছরে পা রাখল ভবানীপুর মল্লিক বড়ার পুজো। সেই কারণে এই বছর, দর্শকদের আনাগোনা নিষিদ্ধ মল্লিকবাড়িতে। প্রত্যেক বছর এই পুজোয় ভিড় জমান মানুষ। ঠাকুর দেখার পাশে পাশে বাড়তি আকর্ষণ থাকে তারকা দর্শনেরও। সারাদিনই বাড়ির পুজোয় থাকেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক (Rajnit Mallick), নিসপাল সিংহ রানে (Nispal Singh Raane)।
এবার পুজো শুরু হওয়ার আসেই সুখবর দিয়েছেন কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। বড় ভাই হচ্ছে কবীর। ফের বাবা হচ্ছেন নিসপাল সিংহ রানে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন কোয়েল। আর সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির বন্যা। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবার পুজো কাটছে কোয়েলের। ফলে এবারের পুজোটা তাঁর জন্য একটু বেশিই বিশেষ। অষ্টমীর সকালে মল্লিকবাড়ির পুজো থেকে সপরিবারে ফ্রেমে ধরা দিলেন কোয়েল। রইলেন বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল, মা ও একরত্তি ছেলে কবীর।
একটি অফ হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন কোয়েল। অগোছালো চুল পড়ছিল কাঁধে। হালকা রূপটানেই তিনি যেন অনন্যা। পাঞ্জাবি পরেছিলেন রঞ্জিত মল্লিক ও রানে। মায়ের সঙ্গে রঙ মিলিয়ে অফ হোয়াইট পাঞ্জাবিতে সেজেছিল পুত্র কবীরও। তাঁর সঙ্গে কোয়েল একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। এই বছর সাধারণের জন্য দরজা বন্ধ থাকলেও ১০০ বছরে ঘটা করে পালিত হচ্ছে দুর্গোৎসব। বাইরে থেকে অনেকেই এসেছেন পুজোয়। আর বাড়ির পুজোয় চুটিয়ে আনন্দ করছে একরত্তি কবীর।
এর আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন আরজি কর কাণ্ডের জন্য মন ভাল নেই কারোরই। তবে মল্লিক বাড়ির পুজো কোনো বছরই বন্ধ থাকে না। বাড়ির কারও মৃত্যুর পরেও পুজো হয়েছে। ফলে এই বছরই নিয়মমাফিক পুজো হচ্ছে।
আরও পড়ুন: Jeet: পথশিশুদের কোলে জিৎ-পুত্র রোনভ, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।