কলকাতা: এবার অপর্ণা সেনের (Aparna Sen)-এর অভিনীত চরিত্রে অভিনেত্রী অর্কজা আচার্য (Arkaja Acharya)। 'আকাশ ৮' -এ 'সাহিত্যের সেরা সময়'-এ আসছে 'কড়ি দিয়ে কিনলাম'। একসময় বিমল মিত্রের লেখা উপন্যাসকে পর্দায় নিয়ে এসেছিলেন পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় (Biresh Chatterjee)। সেই ছবি এখনও কিংবদন্তি হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রে। আর সেই গল্পকেই এবার ছোটপর্দায় তুলে ধরবে 'সাহিত্যের সেরা সময়'


এই গল্পে লক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে অর্কজাকে। সতীর চরিত্রে দেখা যাবে সুশ্রিতা ঘোষকে। দীপুর ভূমিকায় থাকছেন অর্ণব বিশ্বাস। অঘোর দাদু হিসেবে দেখা যাবে সমীর বিশ্বাসকে। ভুবনেশ্বর বাবুর ভূমিকায় দেখা যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায়কে। দীপুর মা হিসেবে দেখা যাবে দোলা চক্রবর্তীকে। শচীনবাবু হচ্ছেন দেবনাথ চট্টোপাধ্যায়। শচীনবাবুর স্ত্রীর ভূমিকায় থাকছেন অ্যানি সেন।  বিন্তির ভূমিকায় দেখা যাবে সুকন্যাকে। চুন্নুনি হচ্ছেন মৌমিতা ও কিরণের ভূমিকায় থাকছেন অনিকেত।


লক্ষ্মী, সতী ও দীপু ওরফে দীপঙ্করের জীবনের গল্প নিয়েই 'সাহিত্যের সেরা সময়'-এর এই অধ্যায় এগিয়ে যাবে। এই ধারাবাহিকে অভিনয় নিয়ে লক্ষ্মী ওরফে অর্কজা বলছেন, 'লক্ষ্মী চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় কথা, এটা আমার থেকে একেবারেই বিপরীত ধর্মীয় চরিত্র। লক্ষ্মী নিজের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া। বাবার বিরুদ্ধেও চলে যায় সে। ভীষণ একরোখা আর দৃঢ় চরিত্র লক্ষ্মী। এরকম চরিত্রে আমি প্রথমবার করেছি। যেমন এই সুযোগটা পেয়ে ভাল লাগছে, তেমনই আবার ভয়ও লাগছে। সাহিত্যের কাজ, তার উপরে আবার অপর্ণা সেন এই চরিত্রে অভিনয় করেছেন। আমি সাধারণত পরিচালকের কথামতোই কাজ করি। সজল বোস আমাদের পরিচালক উনি যেভাবে আমাদের শিখিয়েছেন, বুঝিয়েছেন, আমি সেভাবেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার যতটা সম্ভব চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন যে আমি কতটা সফল হতে পারছি।'


এর আগেও একটি সাহিত্য নির্ভর ধারাবাহিকের মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল অর্কজাকে। তিনি সাহিত্যের ছাত্রী আর তাই, সাহিত্য সংক্রান্ত ধারাবাহিক করতে ভালবাসেন তিনি।


 






আরও পড়ুন: Rubel Das: শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রুবেল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial