নয়াদিল্লি: শ্বাসকষ্ট হওয়ার আজ ভোর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল কিংবদন্তী গায়িকা ৯০ বছরের লতা মঙ্গেশকরকে। অবশেষে স্বস্তির খবর, অনেকটাই সুস্থ তিনি। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন তিনি।
ভারতের নাইটিঙ্গলের স্বাস্থ্য সম্পর্ক সংবাদসংস্থা জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছিল। সেজন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি বাড়িতে ফিরে এসেছেন এবং তিনি সেরে উঠছেন।



গত ২৮ সেপ্টেম্বর ৯০-তে পা দেন লতা।
হাসপাতাল সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানায়, তাঁকে রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
লতা হিন্দি গানই এক হাজারের বেশি গেয়েছেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ভাষায় গান। ২০০১-র ভারতরত্ন দেওয়া হয় তাঁকে।