জিমের বাইরে জাহ্নবী কপূর
সিনেমার ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। এটি একটি বায়োপিক। (সব ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব শীঘ্রই জাহ্নবীকে গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল সিনেমায় দেখা যাবে।
তাঁর এই মন্তব্য ঘিরে বেশ বিতর্ক দানা বেঁধেছিল। যদিও জাহ্নবী বলেছিলেন, এটা সম্পূর্ণভাবে ক্যাটরিনার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে তিনি প্রতিক্রিয়া দিতে চান না।
জাহ্নবীর পোশাক নিয়ে বলতে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন, জাহ্নবীর শর্টস দেখে তাঁর চিন্তা হয়।
কিছুদিন আগে জাহ্নবীর শর্টস নিয়ে ক্যাটরিনা কাইফের মন্তব্য সামনে এসেছিল।
জাহ্নবীর পরনে ছিল নীল রঙের শর্টস ও মিক্স কালারের টপ।
বুধবার জিমের বাইরে তোলা জাহ্নবীর কিছু ছবি।
ফিটনেস নিয়ে খুবই সচেতন বলিউডের অভিনেত্রী জাহ্নবী কপূর। নিয়মিত জিমে যান তিনি। সম্প্রতি জিমের বাইরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -