মুম্বই: সুখবর দিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে (Zanai Bhosle Debut)। কোন সিনেমায় দেখা যাবে তাঁকে? কোন চরিত্রে?
সিনে দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন আশা ভোঁসলের নাতনি
জানাই ভোঁসলেকে দেখা যাবে ছত্রপতি শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই ভোঁসলের চরিত্রে। সন্দীপ সিংহ পরিচালিত 'দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ' (The Pride of Bharat - Chatrapati Shivaji Maharaj) ছবিতে। নাতনির ডেবিউর কথা জানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গায়িকা।
এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে লেখেন, 'আমার নাতনি জানাই ভোঁসলেকে আসন্ন গ্র্যান্ড এপিক 'দ্য প্রাইড অফ ভারত ছত্রপতি শিবাজি মহারাজ' ছবির হাত ধরে সিনেমায় পা রাখতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওঁকে ও সন্দীপ সিংহকে শুভেচ্ছা জানাই।' পরিচালকও জানাইয়ের যোগদানকে স্বাগত জানিয়েছেন।
পরিচালকের কথায়, 'ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর এবং প্রয়াত লতা মঙ্গেশকরজী তাঁর পরিজন এবং আশা ভোঁসলেজির নাতনি হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ পরিবারের অংশ জানাই। তাঁর সঙ্গে কাজ করতে পারার জন্য আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি। তিনি একজন গর্বিত ভোঁসলে, যিনি ইতিমধ্যেই একটি প্রাণময় কণ্ঠ পেয়েছেন এবং সঙ্গীতের জন্য তাঁর শ্রবণশক্তি তীক্ষ্ণ। কিন্তু খুব কম মানুষই জানেন যে তিনি একজন প্রতিভাবান নৃত্যশিল্পী এবং একজন দক্ষ অভিনেত্রী। রানি সাই বাই চরিত্রের প্রতি তিনি পূর্ণ সুবিচার করবেন।'
পরিচালক আরও বলেন, 'স্ত্রী হিসেবে, রানি সাই বাই, ছত্রপতি শিবাজি মহারাজের একজন দক্ষ শাসক ও মানুষ হিসেবে উন্নত হয়ে ওঠার ক্ষেত্রে বিপুল অবদান রয়েছে।' বিশাল বড় আকারে তৈরি হচ্ছে 'দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ' যা ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। উল্লেখ্য ওই দিনই ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী।
এই ছবির হাত ধরে বড়পর্দায় ছবি তৈরির ক্ষেত্রে ডেবিউ করতে চলেছেন পরিচালক সন্দীপ সিংহও। এই ছবির নিবেদক 'ইমার্সো স্টুডিও' ও 'লেজেন্ড স্টুডিওস'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।