নয়াদিল্লি: বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার' মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এই ছবির রিভিউ এতই নেগেটিভ যে এবার আইএমডিবি-তেও সবচেয়ে কম রেটিং পাওয়া ছবির অন্যতম হয়ে উঠল 'লাইগার'। প্রায় ৩৭ হাজারের বেশি মানুষ এই ছবিকে ১০-এ ৩ নম্বর দিয়েছেন। 


আইএমডিবি রেটিংয়েও শেষের দিকে স্থান 'লাইগার'-এর


প্রথম থেকেই একাধিক কারণে চর্চায় থেকেছে 'লাইগার'। সূত্রের খবর, ছবির এহেন ফলে বেশ আশাহত বিজয় দেবেরাকোন্ডা। বিভিন্ন স্থানে ছবিটি ট্রেন্ডিং এবং আইএমডিবি তালিকায় এটি ৩৩ নম্বরে থাকলেও, বিশেষ দাগ কাটতে পারেনি 'লাইগার'। 


সম্প্রতি ছবির প্রযোজক বলিউডে একের পর এক ফ্লপ প্রসঙ্গে মুখ খোলেন, পরিস্থিতি অত্যন্ত 'ভয়াবহ' বলেও মন্তব্য তাঁর। প্রযোজকের কথায়, 'এখন বাড়িতে বসেই এক ক্লিকে সাধারণ মানুষের কাছে অনেক ভাল কন্টেন্ট চলে আসে। টিভিতে বড় বাজেটের ছবি পরিবারের সঙ্গে বসেই দেখা যায়। যতক্ষণ না পর্যন্ত তাঁদের প্রচণ্ড উত্তেজিত করা যাচ্ছে, তাঁরা হলে আসছেন না।' তিনি আরও বলেন, 'তবে বলিউডের ক্ষেত্রে কারণ এটা নয়। অগাস্টে তিনটি তেলুগু ছবি "বিম্বিসার", "সীতা রামাম" ও "কার্তিকেয়া ২" দুর্দান্ত ব্যবসা করেছে। প্রায় ১৫০-১৭০ কোটির ব্যবসা করেছে। এই দেশেই তো ব্যবসা করেছে। তার মানে তো এটা নয় যে দক্ষিণ ভারতের মানুষ উন্মত্তের মতো ছবি দেখে, ফলে কারণ বোঝা বেশ দুষ্কর। এই পরিস্থিতি বেশ ভয়াবহ ও ডিপ্রেসিং।'


 






"লাল সিংহ চাড্ডা"র পর "লাইগার"ও "বয়কট বলিউড"-এর শিকার হয়। এরফলে ব্যবসা আরও কমেছে বলে মনে করা হচ্ছে। 


'লাইগার'-এর হিন্দি সংস্করণ শুক্রবার ৪.৫ কোটি টাকার ব্যবসা করেছে। বৃহস্পতিবার সেই আয়ের পরিমাণ ছিল ১.২৫ কোটি টাকা। 'লাইগার' হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।


আরও পড়ুন: Kamaal Rashid Khan Arrested: বিতর্কিত ট্যুইটের জের, গ্রেফতার কমল আর খান