কলকাতা: 'একটা ডিভোর্স, যা বদলে দেয় আপনার জগৎ'... শনিবার নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে এই ক্যাপশনেই একটি পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সঙ্গে একটি ভিডিও। সেখানে তাঁকে বলতে শোনা গেল কমেন্ট বক্সে অনভিপ্রেত নানা ধরনের কুমন্তব্যের বিষয়ে। কী অভিযোগ অভিনেত্রীর?


মধুমিতার মুখে হঠাৎ 'ডিভোর্স' প্রসঙ্গ, কেন?


ভিডিওয় ইংরেজি বাংলায় মিশিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'আজ একটা আকর্ষণীয় কথা আমার মাথায় ঘুরছে, তাই আমি ভাবলাম একটা ভিডিও করা যাক। মানে আমি ঠিক জানি না যে আমার জীবন নিয়ে কী করা উচিত! এখন আমি ইংরেজিতে কথা বলছি সেটা শুনে লোকজন বলবে, 'দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়?' এবার যদি আমি স্পষ্ট বাংলায় কথা বলি তাহলে আমার অবাঙালি বন্ধুরা বলবে, 'কী বলছিস কিছু বুঝতে পারছি না কিন্তু ভাল লাগছে'। তারপর ধরে নাও, এবার যদি আমি শাড়ি পরে ছবি পোস্ট করি তাহলে কথা হবে সারাদিন ছোট ছোট জামাকাপড় পরে এখন শাড়ি! 'দিদি, তোমার শরীরের বিশেষ বিশেষ অংশ দেখা যাচ্ছে না'। আমি বড় মুখ করে কথা বললে ওভার অ্যাক্টিং, আস্তে কথা বললে ন্যাকামো।' শুধু এখানেই থামেননি নায়িকা। তিনি বলে চলেন, তিনি ডিভোর্সি বলে, তাঁর পুজো করা নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে। মধুমিতা বলেন, 'ডিভোর্সি মেয়ে কেন যজ্ঞ করছে? মানে পুজোও করতে পারব না। আমরা মহিলা, আমাদের চিরকাল মানুষ সমালোচনা করবেন। তার ওপর আমি ডিভোর্সি মেয়ে। যদি কাল কেউ কিছু করে, যদি আমাকে ছোঁয় বা অশালীন আচরণ করে, তখন কথা হবে, 'আরে, ও তো ডিভোর্সি, একা থাকে, তার মানে অধিকার তো আছেই।' তাই কি? অধিকার আছে নাকি?' 


এরপরই তিনি পাল্টা কটাক্ষের সুরে বলেন, 'প্লিজ কমেন্ট করো, আরও ভাল ভাল কমেন্ট করো। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কমেন্ট বক্স খুলে দেখব না কারণ সেটা নেতিবাচকতায় ভর্তি।' অভিনেত্রীর কথায়, 'যাঁরা আমাকে ভালবাসেন তাঁদের আমি নিশ্চয়ই ইনবক্সে উত্তর দেব। যাঁদের মনে হচ্ছে আমি খুব বেশি ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলছি, 'আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিতে পারছি না'।'


 






আরও পড়ুন: Swastika Mukherjee in 'Tekka': প্রতিবাদের ফাঁকেই প্রচার! পুজোয় আসছে 'টেক্কা', প্রকাশ্যে 'ইরা' স্বস্তিকার লুক


প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় তারকারা প্রায়ই নেটিজেনদের কটাক্ষ বা কুমন্তব্যের শিকার হন। অনেকেই এই ধরনের মন্তব্য এড়াতে কমেন্ট সেকশন বন্ধও রাখেন। এবার সেই সমস্ত ট্রোলারদের পাল্টা নিজের মতো করে জবাব দিলেন মধুমিতা। তাঁর পোস্টে সহমত পোষণ করেছেন ইন্ডাস্ট্রিরই আরও একাধিক নায়িকা। অভিনেত্রী দর্শনা বণিক লেখেন, 'একদম ঠিক'। অলিভিয়া সরকার লেখেন, 'আমি তোমার কথা বুঝতে পারছি বন্ধু। আদর।' তবে এই পোস্টেও কটাক্ষের হাত থেকে রেহাই পাননি নায়িকা। অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, একজন লেখেন, 'সিনেমা নেই হাতে তাই বলে এসব'। আবার একাধিক নেটিজেন তাঁর পাশেও দাড়িয়ে বলছেন, 'সঠিক জবাব দিয়েছ'। উল্লেখ্য এর আগেই অভিনেত্রী বাড়িতে গণেশ পুজোর ছবি ও ভিডিও পোস্ট করেন যার কমেন্ট বক্স ভরে ওঠে তাঁর সিঁথিতে সিঁদুর নিয়ে প্রশ্নে। অনেকেই জিজ্ঞেস করেন, 'বিয়ে হয়ে গেছে? সিঁথিতে সিঁদুর যে।' ২০১৫ সালে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন মধুমিতা। যদিও ৪ বছর পর সেই বিয়ে ভাঙেন। সেই থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন প্রায় চর্চায় উঠে আসে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।