(Source: ECI | ABP NEWS)
Mahima Chaudhry: প্রতারণা করেছিলেন প্রথম প্রেমিক, এক মডেলের জন্যই ৩ বছরের সম্পর্ক ভেঙে যায় মহিমা চৌধুরীর?
Mahima Chaudhry News: দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে, হঠাৎই চিড় ধরে লিয়েন্ডার পেজ আর মহিমার সম্পর্কে, তাঁদের একসঙ্গে দেখা যেত না আর।

কলকাতা: একটা সময়ে চর্চার তুঙ্গে ছিলেন এই নায়িকা.. শুধু কী তিনি, চর্চায় ছিল তাঁর সম্পর্ক ও! বলিউডের নায়িকা, তিনি আবার সম্পর্কে টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে.. একটা সময়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। সুভাষ ঘাইয়ের 'পরদেশ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মহিমা। একটা সময়ে, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সম্পর্ক নিয়ে চর্চায় ছিলেন মহিমা। ৩ বছরেরও বেশি সময় ধরে লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে ছিলেন মহিমা। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা লুকোচুরি ও করেননি তাঁরা। সেই সময়ে সবাই জানতেন, তাঁরাই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তবে হঠাৎ এমন কী হয়েছিল যে, ভেঙে গিয়েছিল টেনিস তারকা লিয়েন্ডার পেজ আর অভিনেত্রী মহিমা চৌধুরীর সম্পর্ক?
দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে, হঠাৎই চিড় ধরে লিয়েন্ডার পেজ আর মহিমার সম্পর্কে, তাঁদের একসঙ্গে দেখা যেত না আর। এর দীর্ঘদিন পরে, মহিমা মুখ খোলেন লিয়েন্ডার পেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে। অভিনেত্রী জানান, লিয়েন্ডার পেজ প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে। যে সময়ে মহিমার সঙ্গে সম্পর্কে ছিলেন লিয়েন্ডার পেজ, একই সময় তিনি নাকি কথা বলতেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। মহিমা চৌধুরী বিভিন্ন ম্যাচে সমর্থন করতে যেতেন লিয়েন্ডার পেজকে। বর্তমানে মডেল রিয়া পিল্লাই সঞ্জয় দত্তের স্ত্রী। তবে সেই সময়ে, এই রিয়া পিল্লাইয়ের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন লিয়েন্ডার পেজ।
মহিমা জানিয়েছিলেন, তিনি টেনিস তারকা লিয়েন্ডার পেজকে হাতেনাতে ধরে ফেলেছিলেন রিয়া পিল্লাইয়ের সঙ্গে কথা বলতে। সেই কারণেই তিনি তিনি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবেন, এরপরে সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে, খুব তীক্ততার সঙ্গে শেষ হয় মহিমা চৌধুরী আর লিয়েন্ডার পেজের সম্পর্ক। মহিমা চৌধুরী জানিয়েছিলেন, তিনি লিয়েন্ডার পেজকে সন্দেহ করতে ন দীর্ঘদিন থেকেই। কিন্তু তাঁর হাতে কোনও প্রমাণ ছিল না। তাঁর বারে বারেই মনে হত, লিয়েন্ডার পেজের সঙ্গে অন্য কোনও মহিলার সম্পর্ক রয়েছে। তবে একদিন হাতেনাতে লিয়েন্ডার পেজকে ধরে ফেলেন মহিমা। এরপরেই তাঁদের সম্পর্ক শেষ হয়।
প্রসঙ্গত, সদ্যই ফের শিরোনামে এসেছেন মহিমা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়.. নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)? সাত পাকে বাঁধা পড়লেন? তাও আবার অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)-র সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়। সত্যিই কি তবে মহিমা চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বর্ষীয়ান অভিনেতা? আসল কথা, সত্যি সত্যি বিয়ে করেননি সঞ্জয় মিশ্র আর মহিমা চৌধুরী। আসলে 'দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি' (Durlabh Prasad Ki Doosri Shadi) সিনেমায় অভিনয় করছেন মহিমা চৌধুরী আর সঞ্জয় মিশ্র। সেখানেই তাঁরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। শ্যুটিং সারতেই স্বামী স্ত্রীর মতোই তৈরি হয়েছিলেন তাঁরা। আর সেইভাবেই পাপারাৎজিদের সামনে এসে পোজ দিলেন তাঁরা।























