কলকাতা: এবার নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ আরও ১৭টি ফিচার ফিল্মের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার ছবি 'মহিষাসুরমর্দিনী'। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত পরিচালক রঞ্জন ঘোষের (Ranjan Ghosh) ছবি 'মহিষাসুর মর্দিনী'। ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ দেখানো হবে এই ছবি।
ছবির মনোনয়ন নিয়ে উচ্ছসিত পরিচালক
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এর এই ছবির মনোনয়ন নিয়ে উচ্ছসিত পরিচালক রঞ্জন ঘোষও। তিনি বলছেন, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ আমাদের ছবির মুকুটে একটা পালক যোগ করল। সিনেমা ও থিয়েটার, দুই মঞ্চের কাছেই আমরা কৃতজ্ঞ। গোটা টিমের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, এই ছবির সঙ্গে যতজন মানুষ যুক্ত ছিলেন, সবার কাছেই আমি কৃতজ্ঞ। তাঁরা না থাকলে এই কাজটা হত না।'
আরও পড়ুন: Kothamrito: বড়পর্দায় মুখোমুখি অপরাজিতা-কৌশিক, বলছেন নির্বাক দাম্পত্যের গল্প
এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়। ছবির সাফল্য নিয়ে খুশি পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরাও। ছবির পরিচালক রঞ্জন ঘোষ বলছেন, 'নির্বাচিত হওয়া, এবং দেশের সেরা কিছু ছবির সঙ্গে স্থান পাওয়াটা একটা বড় ব্যাপার। আমার এখনও মনে আছে ছবির চরিত্র নির্বাচনের দিনগুলো। ঋতুপর্ণা সেনগুপ্তকে চিত্রনাট্য শুনিয়েছিলাম মেলবোর্নে। ছবির বিষয়, আঙ্গিক, ও ভাষা কিছুটা ছকভাঙ্গা ছিল বলেই হয়ত ঋতুদি দু’সপ্তাহ সময় নিয়েছিলেন ‘হ্যাঁ’ বলবার আগে। শাশ্বতদা চিত্রনাট্য শুনে বলেছিলেন, “এরকম ছবি আর হয় ক’টা…”! এমনকি পরমব্রতও চিত্রনাট্য শুনে যখন প্রশ্ন করে, “কতদিনে শ্যুট করবে ভেবেছ?” আমি তৎক্ষণাৎ বলি, “তাহলে তুমি ছবিটা করছ তো?” ও হেসে ফেলে। বহুস্তরীয় অডিশন নিয়ে প্রতিভাবান কিছু ছেলেমেয়েদের বাছা হয় – শ্রীতমা দে-আরিয়ুন ঘোষ-অরুণিমা হালদার-অভ্যুদয় দে-পূর্বাশা মাল। প্রত্যেকটা চরিত্র নিই থিয়েটার থেকে, থিয়েটারের উপর আমার অগাধ বিশ্বাস। ছবিটা এখন বাইরে প্রশংসা পাচ্ছে দেখে ভাল লাগছে।'