কলকাতা: এই সিনেমার ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই, গোটা সিনেমা জুড়েই রয়েছে একাধিক চমক। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে জিৎ (Jeet)-কে। আর তাঁর বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychoudhury)-কে। তবে এই সিনেমার শ্যুটিং বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছিল। বিভিন্ন কারণে এই ছবির শ্যুটিং শুরু হতে কিছুটা দেরি হয়েছিল। তবে অবশেষে, এই সিনেমার মহরত হল। খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে,  'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত', পরিচালনায় পথিকৃৎ বসু। 

Continues below advertisement

এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে নাকি শ্যুটিং পিছিয়ে গিয়েছিল। অবশেষে, ছবি মহরত হয়ে গেল। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে  'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। নন্দী মুভিজ় ও জিতজ় ফিল্মওয়ার্কসের-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই সিনেমা। এই সিনেমায় জিৎ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) আর রজতাভ দত্ত (Rajatabha Dutta)। 

এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে টোটা বলছেন, 'একজন অভিনেতা হিসেবে আমি সবসময় চিত্রনাট্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' পড়ার পরেই বুঝেছিলাম, এই গল্পের মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটায় অনেকগুলি স্তর রয়েছে। এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য ও সূক্ষ্মতা রয়েছে। এই সিনেমাটা করতে আমি যথেষ্ট আগ্রহী। আমি সবসময় পথিকৃতের কাজ পছন্দ করেছি। এবার কাজের সুযোগ পেয়েছি বলে ভাল লাগছে। প্রযোজক প্রদীপ কুমার নন্দীও ছবিটি নিয়ে ভীষণ পেশাদার। সর্বোপরি, জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও, তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। প্রথমবার একসঙ্গে এই ছবি পর্দায় নিয়ে আসতে পেরে ভীষণ খুশি।'

Continues below advertisement

এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। এই সিনেমার কাজ নিয়ে শান্তনু মৈত্র বলছেন, 'গল্প বিষয়টাই বরাবর আমাকে সিনেমার দিকে টেনেছে। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাত, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা অনন্ত সিংহের অসাধারণ এই যাত্রা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমি বুঝতে পেরেছি, পরিচালক পথিকৃৎ এই গল্পকে জীবন্ত করে তুলতে এক অসম্ভব লড়াই করছেন, ওঁর সেই আবেগ সংক্রামক। আমি এই প্রথম জিতের সঙ্গে কাজ করব। ভীষণভাবে অপেক্ষা করছি। অনন্ত সিংহের চরিত্র গড়ে তুলতে যে নিষ্ঠা জিত দেখিয়েছে, সেটা ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। আমার মনে হয়, সিনেমাটা অবিস্মরণীয় হয়ে থাকবে।'