কলকাতা: এক ঝলকে দেখতে ভুল হয়ে যাওয়াই স্বাভাবিক। এক্কেবারে অবিকল করুণাময়ী কালী মন্দিরের প্রতিমা। লাল বেনারসি, গলায় মুন্ডমালা, গায়ে স্বর্ণালঙ্কার.. গায়ের রং নিখুঁত কালো, কোথাও এতটুকু চ্যুতি নেই। মন্দিরে মা কালীর আসনে এই মূর্তি থুড়ি মানুষকে বসিয়ে দেওয়া গেলে সাধারণ মানুষ ভুল করবে না.. এ অসম্ভব! রূপটান শিল্পী পঙ্কজ বিশ্বাসের তুলির টানে জীবন্ত মানুষ হয়ে উঠলেন এক্কেবারে টালিগঞ্জের করুণাময়ী কালি মন্দিরের মা তারা


কয়েক ঘণ্টা সময় লেগেছে এই মা কালী ও মহাকালকে সাজিয়ে তুলতে। এই মূর্তি দেখে অবাক সমস্ত দর্শনার্থীরা। ভুল হয়ে গিয়েছিল অনেকেরই। ২৬৫ বছরের পুরনো এই কালী মন্দিরে রোজই প্রতিমার দর্শন করতে আসেন অনেক সাধারণ মানুষ। আর সেই মন্দিরেই এমন মূর্তি দেখে অবাক সকলেই। একজন মহিলা শিল্পীকে সাজানো হয়েছিল মা কালীর বেশে। বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে রূপটান শিল্পী পঙ্কজ বিশ্বাসের এই মূর্তির মতো করেই মানুষকে মেক আপ করতে। 


আরও পড়ুন: Salman Khan Life Threat : '২ কোটি না দিলে...' ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, নেপথ্যে এবার কে?


পঙ্কজ বিশ্বাস বলছেন, 'বহুদিন থেকেই ইচ্ছা ছিল মা কালীকে নিয়ে একটি কাজ করার। তুলির টানে মা কালীকে প্রাণবন্ত করে তোলার ভীষণ ইচ্ছে ছিল। সেই থেকেই এই প্রচেষ্টা। মানুষের যে প্রজেক্টটা ভাল লেগেছে, সেটাই আমার কাছে বড় পাওনা। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।' সাধারণ মানুষের এই ধরণের প্রতিক্রিয়া পেয়ে খুশি শিল্পী। ঐতিহ্যমন্ডিত এই কালী মন্দিরের প্রতিমাকে যে তিনি অবিকলভাবে তৈরি করতে পেরেছেন, এ তাঁর কাছে পরিতৃপ্তির।


সাবর্ণ রায়চৌধুরীর ইতিহাস থেকে জানা যায়, টালিগঞ্জ কুঁদঘাট সংলগ্ন অঞ্চলে মজে যাওয়া যে আদি গঙ্গা, সেটা মানুষের কাছে বর্তমানে টালি নালা হিসেবে আত্মপ্রকাশ করেছে। সন্তোষ রায়চৌধুরীর আদরের কন্যা পুঁটিরানি ওরফে অভয়ার বিয়ে দিয়েছিলেন বিশিষ্ট শাস্ত্রপণ্ডিত গৌরীকান্তের সঙ্গে। বিয়ের যৌতুক হিসেবে আদিগঙ্গার তীরে বিশাল ভূখণ্ড দান করেছিলেন তিনি যা পরবর্তী সময়ে সরকারিভাবে পুঁটিয়ারি নামে নথিভুক্ত হয়। তাঁদের বংশধরদের দ্বারা আশেপাশের এলাকায় বহু মন্দির প্রতিষ্ঠিত হয়। এগুলির মধ্যেই একটি হল দ্বাদশ শিবমন্দির সহ এই করুণাময়ী কালী মন্দির।



আরও পড়ুন: South Movies: জঙ্গলে গাছ কেটে বানানো সিনেমার সেট, সরকারের কোপে এই ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে