কলকাতা: 'ধনঞ্জয়' ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেই স্মৃতিই যেন ফেরালেন তাঁর প্রথম ওয়েব সিরিজে। মুক্তি পেল মিমির প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' (Jaha Bolibo Sottyo Bolibo)-র ট্রেলার। আর সেই সিরিজের ঝলকে, আদ্যোন্ত খলচরিত্রে নজর কাড়লেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhary)। 


পৃথা রায়ের (Pritha Roy) চরিত্রের হাত ধরেই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন মিমি। এই ঘটনা তুলে ধরবে, কলকাতায় রাস্তায় বর্ষশেষের রাতে ঘটে যাওয়া একটি ঘটনাকে। খুন, শ্লীলতাহানি আর সেই ঘটনার আইনি বিচার... এই ঘটনাকে নিয়েই তৈরি হয়েছে সিরিজ। মিমি চক্রবর্তী এই সিরিজ নিয়ে বলছেন, 'এই কাজটা আমার ভীষণ কাছের তার অনেকগুলো কারণ। প্রথমত, এটা আমার ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ। দ্বিতীয়ত, এই সিরিজের স্ক্রিপ্ট। প্রত্যেকটা দৃশ্য যেন আমায় চ্যালেঞ্জ করছিল। আমার চরিত্রকে গভীরভাবে চিনেছি, জেনেছি... চেষ্টা করেছি এই সুযোগের সদ্বব্যবহার করার। আশা করি দর্শকদের ভাল লাগবে আমাদের এই কাজটা। 


এই কাজটি নিয়ে টোটা বলছেন, 'হইচই আমার কাছে দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। 'হইচই'-এর সঙ্গে কাজ করতে গিয়ে চিরকালই আনন্দ পেয়েছি। জয়রাজের চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমার ভীষণ ভাল লেগেছে কারণ, চরিত্রটায় বিভিন্ন শেডস রয়েছে। একদিকে যেমন এই চরিত্রটার অসম্ভব আত্মবিশ্বাস রয়েছে, বুদ্ধি রয়েছে, তেমনই রয়েছে আবেগের ছোঁয়াও। চন্দ্রাশীষ কী চাইছে, সেটা নিয়ে ও ভীষণ স্পষ্ট ছিল। ও নিজের কাজটা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আর মিমির সঙ্গে শ্যুটিং করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। ৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি। আশা করি দর্শকদের ছবিটি ভাল লাগবে।'


ট্রেলারে যে ঝলক মুক্তি পেয়েছে, তাতে মিমি আর টোটার চরিত্রের দ্বৈরথ ভীষণ স্পষ্ট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। সাংসারিক গল্পের বাইরে এই সিরিজ অন্যরকম স্বাদ দেবে বলেই নির্মাতাদের বিশ্বাস।


 






আরও পড়ুন: Salaar Movie Review: উপভোগ করার মতো অ্যাকশন সিকোয়েন্স, তবে অভিনয়ে কতটা মন জিততে পারলেন প্রভাস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।