নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi death)। মুম্বইয়েই মারা গেলেন তিনি। বহুদিন ধরেই তিনি হৃদযন্ত্রের সমস্যায় (heart problem) ভুগছিলেন।
প্রয়াত মিথিলেশ চতুর্বেদী
সম্প্রতি হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে (Mumbai's Kokilaben Dhirubhai Ambani Hospital) মৃত্যু হয় মিথিলেশের।
তাঁর জামাই আশিষ চতুর্বেদী (son-in-law Ashish Chaturvedi) এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, 'আপনি পৃথিবীর সবচেয়ে ভাল বাবা ছিলেন, আপনি আমাকে জামাইয়ের মতো নয় বরং নিজের ছেলের মতো আমাকে ভালবাসা দিয়েছেন, ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিক।'
মিথিলেশ চতুর্বেদীকে বলিউডে একাধিক জনপ্রিয় ছবি যেমন, 'কোই মিল গয়া' (Koi Mil Gaya), 'গদার' (Gadar), 'সত্যা' (Satya) ইত্যাদিতে দেখা গেছে। শুধু সিনেমাতেই নয়, মিথিলেশ কাজ করেছেন একাধিক টিভি শোয়। 'নীলি ছত্রী ওয়ালে' (Neeli Chatri Wale) ও 'কয়ামত'-এ (Kayamath) কাজ করেছেন। 'পটিয়ালা বেবস' (Patiala Babes) নামক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।
আরও পড়ুন: Alia Bhatt: কাজ আমার ভালোবাসা, সন্তানসম্ভবা হয়েও বিশ্রাম নিতে ইচ্ছা করে না: আলিয়া
আশিষ চতুর্বেদী জানান, দিন দশেক আগে হার্ট অ্যাটাক হয় মিথিলেশের। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২-৩ দিন ধরে ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন বলে জানান আশিষ। কিন্তু আজ ভোর ৪টে নাগাদ জীবনযুদ্ধে হার মানেন মিথিলেশ। আজ দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে ভারসোভা শ্মশানঘাটে (Versova's cremation ground) শেষকৃত্য (last rights) সম্পন্ন হবে তাঁর। আশিষ চতুর্বেদীর কথায়, '১০ দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পূর্বে বাবুজির কোনও সমস্যা ছিল না। একেবারে সুস্থ ছিলেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। চিকিৎসা চলার সময়ে গতরাতে ওঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটতে থাকে। ওঁর কিডনিতে ইনফেকশন ছিল প্রচুর তাই ডায়ালিসিস চলছিল।'
আরও পড়ুন: Ananya Panday: প্রত্যেক শ্যুটিংয়ের সময় এই বলি নায়িকার ছবি সঙ্গে রাখেন অনন্যা পাণ্ডে, জানেন কেন?