কলকাতা: অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। কানায় কানায় উপচে পরা অডিটোরিয়ামে দর্শকদের অপেক্ষা, গুঞ্জন এক মুহূর্তেই থামিয়ে তিনি যখন মঞ্চে এলেন.. সত্যিই তিনি 'আগুনপাখি'। কালো পোশাকে যৌবনের উচ্ছ্বাস, ওড়ার জেদ... ঝকঝকে চোখ হঠাৎ আটকে গেল ব্যালকনিতে। হেসে একবার মাথা নোয়ালেন তিনি... সহযোগীদের বললেন ছবি তোলার জন্য। সেই মুহূর্ত যে আরও একটু প্রাণ ঢেলে দিল 'তিন দশকে নচিকেতা'-র সফর উদযাপনের অনুষ্ঠান। সুর সফরের ৩০ বছর উদযাপনে, রবীন্দ্র সদনে অনুরাগীদের যে বার্তা দেখে এক মুহূর্তের জন্য আবেগে ভাসলেন শিল্পী, সেটা ছিল.. 'বাঙালির কোনও অপশন নেই নচিকেতা ছাড়া।'। 


সঙ্গীত জগতে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) ৩০ বছর উদযাপনে রবীন্দ্রসদনে আয়োজিত হয়েছিল ‘৩ দশকে নচিকেতা’। কখনও দর্শকদের পছন্দের আবার কখনও 'নিজের শর্তে' নিজের গান শুনিয়ে হল ভরা দর্শকদের আরও একবার মন ছুঁয়ে গেলেন তিনি। আর গানের ফাঁকে ফাঁকে.. নিজের কথাও অকপটে বলে গেলেন নচিকেতা। মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, '৩০ বছরের লড়াইটা সহজ ছিল না, তবে আপনারা তো কেবল ৩০ বছরের লড়াই দেখেছেন, তার আগে আরও ১০ বছরের লড়াই রয়েছে। বহু মানুষ বহুবার ভেবেছেন নচিকেতা বোধহয় এবার শেষ, ফুরিয়ে গেল। গুজব রটেছে, আমার ক্যান্সার হয়েছে। আমার কিচ্ছু হয়নি... আপনারা তো বলে বলে আমার শরীর খারাপ করিয়ে দেবেন! দেখা হলেই সবাই প্রশ্ন করেন, শরীর কেমন আছে? আরে প্রশ্ন করুন, নতুন কী লিখলেন.. এই এক প্রশ্ন আর করবেন না!' এই ধরনের গুজব নিয়ে যে তিনি ভীষণ বিরক্ত, তা বুঝিয়ে দিলেন সোজাসাপ্টা। রাখঢাক না করে। যা তাঁর বরাবরের ইউএসপি।


অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে একটি ডুয়েট গান গেয়েছিলেন তাঁর কন্যা ধানসিঁড়িও। মঞ্চে গান গাওয়ার ফাঁকেই নচিকেতা ডেকে নেন মেয়েকে। নীল-গোলাপি মেখলায় ঝলমল করে ওঠেন নচি-কন্যা। তাঁর গানে বাদ্যযন্ত্র হাতে সঙ্গতও করেন নচিকেতা। তবে দর্শকাসন থেকে আরও একটি গান গাওয়ান অনুরোধ আসলে নচিকেতা গলায় খুনসুটি মিশিয়ে বলেন, 'ও তো আমার মেয়ে। ভাল গাইবেই। ও আবার মঞ্চে আসবে।' তবে অনুষ্ঠানে একটাই গান গেয়েছিলেন ধানসিঁড়ি। 


১৯৯৩ সালের ১৮ অগাস্ট মুক্তি পেয়েছিল নচিকেতার প্রথম অ্যালবাম 'এই বেশ ভাল আছি'। পরবর্তীতে এই অ্যালবামটি প্ল্যাটিনাম ডিস্কও পায়। ৩০ বছর পেরিয়ে একই রয়েছে 'আগুনপাখি'-কে ঘিরে গণউন্মাদনা। ৩০ বছর পেরিয়ে মঞ্চ থেকেই নচিকেতা একদিকে যেমন নস্যাৎ করলেন তাঁর অসুস্থতার খবর, তেমনই দ্ব্যর্থহীন ভাষায় বললেন, 'আমার একটাই লোভ আছে, অমরত্বের।'


 






আরও পড়ুন: Pankaj Tripathi Father Demise: প্রেক্ষাগৃহের অন্দরে গিয়ে দেখা হল না ছেলের অভিনয়, প্রয়াত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বাবা