কলকাতা: বছরের সেরা বাংলা ফিচার ফিল্ম হিসেবে যখন তাঁদের ছবির নাম ঘোষিত হল, প্রথমটা যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁদের। করোনা পরিস্থিতিতে শ্যুটিং, প্রচুর প্রতিবন্ধকতা.. সব পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা উঠল 'কালকক্ষ: হাউজ অফ টাইম' (Kalkokkho: House of Time )-এর মাথায়। আর এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে কথা বলতে গিয়ে, ছবির সাফল্যের সফরকে ঘুরে দেখলেন পরিচালক রাজদীপ পাল (Rajdeep Paul)। 


বৃহস্পতিবার বিকেলে, ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কারের মঞ্চে, সেরা বাংলা ফিচার ফিল্মের পালক যখন তাঁদের মুকুটে যুক্ত হল, তখন যেন আনন্দে ভাসছেন পরিচালক। এবিপি লাইভকে ফোনে তিনি বললেন, 'ভারত চাঁদে পৌঁছেছে, আর এই খবরটা পেয়ে যেন আমরা চাঁদে রয়েছি বলে মনে হচ্ছে। খবরটা যেন এখনও বিশ্বাসই করতে পারছি না। আমাদের ডেবিউ তথ্যচিত্র জাতীয় পুরষ্কার পেয়েছিল, আর এটা আমাদের ডেবিউ ফিচার ফিল্ম। এই সাফল্য আমাদের টিমের প্রত্যেকটা সদস্যের প্রাপ্য। টাকার বিনিময়ে কাজ নয়, সবাই প্রাণপাত করে ছবিটার জন্য খেটেছেন। প্রত্যেকে মনে করতেন ছবিতে নিজের সন্তান।'


করোনা পরিস্থিতিতে হয়েছিল ছবির শ্যুটিং। তখন সবে করোনাবিধি সামান্য আলগা হয়েছে। তবে পুরোদমে ছিল করোনা নিয়ে ভীতি। রাজদীপ বলছেন, 'এই শ্যুটিংটা করার সময় অসম্ভব প্রতিবন্ধকতা ছিল। ছবির শ্যুটিংটা শেষ করার পরে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম যে সত্যিই আমরা সুস্থ রয়েছি! বাইরে শ্যুটিং করতাম, অনেকের সঙ্গে মিশতে হত, সেই কারণে সবাই নিভৃতবাসে থাকতাম। শ্যুটিংয়ের পরে প্রত্যেকদিন নিজের হাতে শিল্পীদের জামাকাপড় কেচে, পরের দিনের জন্য তৈরি করে রাখতেন শর্মিষ্ঠা।'


কতটা প্রত্যাশা ছিল এই ছবির সাফল্য নিয়ে? রাজদীপ বলছেন, 'আশা অবশ্যই ছিল। এর আগেও ছবিটি নিয়ে সাফল্য পেয়েছি। তবে 'কালকক্ষ' তৈরি হওয়ার পরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। অনেক বড় বড় ছবিও ছিল দৌড়ে। সর্দার উধমের পরেই কালকক্ষের নাম ঘোষণা.. আমরা এখনও ভাসছি খুশিতে। আমাদের দ্বিতীয় ছবি মনপতঙ্গ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন শুধু মুক্তির অপেক্ষা।'


করোনা পরিস্থিতিকে তুলে ধরেছে এই ছবি। এক চিকিৎসক ও রহস্যময়ী ৩ নারীকে নিয়ে গল্প। এই ছবি বড়পর্দায় মুক্তি পেলেও তা বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি। ছবিটি বেশিদিন প্রেক্ষাগৃহেও ছিল না। তবে জাতীয় পুরস্কার কি বদলে দেবে এই ছবি নিয়ে দর্শকদের চিন্তাভাবনা? উত্তর দেবে সময়।



আরও পড়ুন: Raktabeej Teaser Out: 'রক্তবীজ' যেন ভিক্টরের প্রত্যাবর্তনের বার্তা, শিবপ্রসাদ-নন্দিতার পুজোর ছবির ঝলক প্রকাশ্যে