(Source: ECI | ABP NEWS)
Bollywood News: তাঁর টাকায় ফূর্তি, দেদার নয়ছয়! স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, আদালত বলল…
Nawazuddin Siddiqui: বিচারপতি জিতেন্দ্র জৈনর সিঙ্গল বেঞ্চ নওয়াজউদ্দিনের ওই মামলা খারিজ করে দিয়েছেন।

মুম্বই: স্ত্রী ও নিজের ভাইয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। ক্ষতিপূরণ বাবদ দাবি করেছিলেন ১০০ কোটি টাকা। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সেই মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। মানহানি, প্রতারণা এবং আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিলেন নওয়াজউদ্দিন। (Bollywood News)
বিচারপতি জিতেন্দ্র জৈনর সিঙ্গল বেঞ্চ নওয়াজউদ্দিনের ওই মামলা খারিজ করে দিয়েছেন। শুনানির জন্য ওই মামলা আর উঠবেই না। আদালত জানিয়েছে, শুনানি চলাকালীন একবারও আদালতে হাজিরা দেননি নওয়াজউদ্দিন। আদালতে উপস্থিত হননি তাঁর আইনজীবীও। ফলে ওই মামলা আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। (Nawazuddin Siddiqui)
স্ত্রী আলিয়া সিদ্দিকি এবং ভাই শামসউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মানহানি, প্রতারণা, আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন নওয়াজউদ্দিন। ক্ষতিপূরণ বাবদ তাঁদের কাছ থেকে ১০০ কোটি টাকা দাবি করেছিলেন। তাঁদের পারিবারিক টানাপোড়েন নিয়ে সময় বিস্তর জলঘোলা হয়েছিল।
নওয়াজউদ্দিনের দাবি ছিল, বার বার তাঁর বিরুদ্ধে মিথ্য়া অভিযোগ তোলা হয়েছে। অসম্মানজনক মন্তব্য করা হয়েছে জনসমক্ষে। এতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে কেরিয়ারেরও। আদালতে জমা দেওয়া নথিতে নওয়াজ জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যে সব পোস্ট করা হয়, যে মর্মে বিবৃতি দেওয়া হয়, তাতে তাঁকে কালিমালিপ্ত করা হয়। একাধিক ছবির মুক্তি নিয়ে সমস্যা দেখা দেয় যেমন, তিনিও জনসমক্ষে বেরোতে লজ্জা পেতে শুরু করেন। তাঁকে রীতিমতো হেনস্থা করা হয়, ব্ল্যাকমেল করা হয় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। অবসাদে ভুগতে শুরু করেন।
নওয়াজউদ্দিন আরও জানান, ২০০৮ সাল থেকে তাঁর টাকা-পয়সা দেখতেন ভাই শামসউদ্দিনই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সম্পত্তি, বিনিয়োগ সবকিছুর উপর তদারকি ছিল ভাইয়ের। কিন্তু তাঁর বিশ্বাসভঙ্গ করেন শামসউদ্দিন। তাঁকে না জানিয়ে সম্পত্তি কেনা থেকে দামি গাড়ি কেনা, কিছুই বাদ যায়নি। দুবাই, মুম্বই, বুলধানা, শাহপুরে কেনা ফ্ল্যাট, ফার্মহাউস, জমির উল্লেখ করেন অভিনেতা। তাঁকে না জানিয়ে ফোর্ড এনডেভার, বিএমডব্লিউ এক্স-৬, রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার ডিফেন্ডার, জিপ ব়্যাঙ্গলার, বিএমডব্লিউ মিনি কুপার কান্ট্রিম্যান, নিসান কিকস, ডুকাটি স্ক্র্যাম্বলার বাইক, দু'টি ভেসপা স্কুটার, মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৩০০, মহিন্দ্রা থর, বিএমডব্লিউ কুপার কনভার্টিবল, একটি জাওয়া মোটর সাইকেল কেনে হয়। সময়ে কর না মেটানোয়, তাঁর ঘাড়ে ৩৭ কোটি টাকার দেনা চাপে বলেও দাবি করেন নওয়াজউদ্দিন।
স্ত্রীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তোলেন নওয়াজউদ্দিন। দাবি করেন, প্রোডাকশন হাউস খোলার নামে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই টাকা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ব্য়বহার করা হয়। শুধু তাই নয়, নওয়াজের দাবি ছিল, বিয়ের আগে নিজের ধর্ম, বিবাহিত না অবিবাহিত, সেই নিয়েও মিথ্যে কথা বলেন অঞ্জনা। স্ত্রী ও ভাই মিলে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২১ কোটি টাকা সরিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে, দু’জনে একজোট হয়ে তাঁকে হেনস্থা করতে শুরু করেন, ব্যক্তিগত মুহূর্তের কথোপকথনের রেকর্ডিং নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন, ভুয়ো মামলা দায়ের করেন বলে জানান নওয়াজউদ্দিন। প্রাক্তন স্ত্রী ও ভাই প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করতে না পারেন যাতে, লিখিত ভাবে ক্ষমাপ্রার্থনা করেন যাতে, আদালতকে সেই মর্মে নির্দেশ দিতেও আবেদন জানান।
স্ত্রীর সঙ্গে নওয়াজউদ্দিনের বিবাহবিচ্ছেদ নিয়েও একসময় ব্যাপক শোরগোল হয়েছিল। গত বছর জানা যায়, বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তাঁরা।























