কলকাতা: কেবল পশ্চিমবঙ্গ নয়, 'হইচই' (Hoichoi)-এর প্ল্যাটফর্ম খুললেই হদিশ পাওয়া যায় একাধিক বাংলাদেশের ওয়েব সিরিজেরও। বর্তমানে বাংলাদেশের একাধিক অভিনেতা অভিনেত্রী এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। এদের মধ্যে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), জয়া আহসান (Jaya Ahsaan) অন্যতম। 'হইচই' নতুন যে একঝাঁক ওয়েব সিরিজের ঘোষণ করেছে তার মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলাদেশের পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের ওয়েব সিরিজও। একঝলকে দেখে নেওয়া যাক এই বছরে কী কী কাজ আসছে 'হইচই'-তে। 


রঙ্গিলা কিতাব


আমন বিশ্বাস পরিচালিত এই ওয়েব সিরিজের প্রধান মুখ বাংলাদেশের জনপ্রিয় ও বিতর্কিত নায়িকা পরীমণি (Pari Moni)। এই সিরিজ একটি ছোট শহরের এক গুণ্ডার পরিবর্তন নিয়েই তৈরি এই গল্প। সন্তান ও স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে একটি অন্ধকার অতীতকে ছেড়ে আসার চেষ্টা ও তার পথে বিভিন্ন বাধা নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজের মুক্তির দিন। 


জিম্মি


'ফ্রেম পার সেকেন্ড' (Frame per Second)-এর প্রযোজনায় এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন জয়া আহসান (Jaya Ahsaan)। তাঁর সিরিজের নাম, 'জিম্মি' (Jinny)। এই সিরিজের গল্প এক মহিলাকে ঘিরে যিনি সরকারি চাকুরিতে কর্মরতা। তবে কোনও উচ্চপদস্থ কর্মচারী নন, তিনি একেবারেই নীচুতলার একজন কর্মচারী। ১০ বছর ধরে একই পদে কাজ করতে করতে  ভীষণ বিরক্ত ও বিব্রত তিনি। কোনও পদোন্নতি নেই, মাইনেও বাড়ছে না। বাড়ি, ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সমস্যা নিয়েও সে জর্জরিত। তবে হঠাৎ বদলে যায় এই নারীর জীবন, তার কারণও এই অফিসই। কীভাবে? এই অফিসেই হঠাৎ একটা এক বাক্স ভর্তি টাকা আবিষ্কার করে ওই নারী। সেই টাকাই বদলে দেয় তার জীবন। অদ্ভূত এক মোড়ের দিশা দেখাবে এই গল্প। আশফাক নিপূণ এর আগে একাধিক কাজ করেছেন 'হইচই' (Hoichoi)-এর জন্য। তবে এই প্রথম জয়া আহসানের সঙ্গে 'হইচই'-এর জন্য কাজ করবেন তিনি। এটিই হতে চলেছে জয়ার প্রথম ওয়েব সিরিজ।


গুলাম মামুন


শিহাব শাহিন (Shihab Shaheen) পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব (Ziaul Faruq Apurba)-কে। এই সিরিজকে হইচই রেখেছে তাঁদের অ্যাডপশন সিরিজের মধ্যে। এই গল্পে অপূর্বর চরিত্রকে গ্রেফতার করা হয় একটি খুনের অভিযোগে। কিন্তু আদৌ সে দায়ি কি না, সেই রহস্যেরই উন্মোচন হবে এই সিরিজে। 


মিথ্যেবাদী


ভিকি জা়য়েদের পরিচালনায় মেহজ়বিন চৌধুরী (Mehazabien Chowdhury) নিয়ে আসছেন একটি নতুন ওয়েব সিরিজ। পারিবারিক এক গল্পের একটি মিথ্যেকে খুঁজে বের করার গল্প এই সিরিজ। এই সিরিজে মেহজ়বিনের চরিত্রের নাম আলভিরা। চার বছরের একটি শিশুর মা সে। কিন্তু হঠাৎ সে জানতে পারে, তাঁর স্বামীর সন্তান প্রজননের ক্ষমতা নেই। নিজের ও তাঁর সন্তানের সম্পর্কের সত্যিটা উদঘাটন করাই এই সিরিজের গল্প। 


বোহেমিয়ান ঘোড়া


অমিতাভ রেজ়া চৌধুরীর (Amitabh Reza Chowdhury) পরিচালনায় আসছে নতুন এই ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় দেখা যাবে মোশারফ করিম (Mosharraf Karim)-কে। আব্বাস নামে এক ট্রাক ড্রাইভারের জীবনের ওঠাপড়ার বিভিন্ন অদ্ভূত গল্প তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। 


 


আরও পড়ুন: Web Series New Season in Hoichoi: 'আবার রাজনীতি' নিয়ে ফিরছেন সৌরভ, দিতিপ্রিয়া, কৌশিক, আসছে আর কোন কোন সিরিজের নতুন সিজন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।