কলকাতা: তাঁদের প্রেমকাহিনী একেবারে গল্পের মতোই। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)। 'টসন' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের আলাপ শুরু। সেই থেকেই প্রেম। এখন সেফ আর করিনার ভরা সংসার। তাঁদের দুই সন্তান রয়েছেন। তৈমুর আর জেহ। তবে জানেন কি.. একসময় সেফ আলি খান নন, এক রাজনীতিবিদের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন করিনা! সদ্যই একটি টক শো-তে তিনি প্রকাশ্যে এনেছেন সেই কথা।
কীভাবে সেফ প্রেমপ্রস্তাব জানিয়েছিলেন করিনাকে? 'টশন'-এর খুব জনপ্রিয় একটি গান ছিল 'ছলিয়া ছলিয়া'। সেই গানের শ্যুটিং করার জন্য করিনা গিয়েছিলেন গ্রীসে। সেই সময়ে সেখানে গিয়েছিলেন সেফ আলি খানও। একদিন সকালে উঠে সেফ করিনা কপূরকে ডেকে বলেন, 'চলো বিয়ে করে নিই। আমি এখানেই, একটা চার্চে তোমায় বিয়ে করে নিতে চাই।' করিনা ভেবেছিলেন সেফ বোধহয় পাগল হয়ে গিয়েছেন। তবে সেফ বলেছিলেন, 'আমি আর অন্য কোনও উপায় দেখতে পাচ্ছি না। এখানেই আমাদের বিয়ে করতে হবে।' ঠিক এভাবেই নাকি সেফ আলি খান করিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
এই সময়ে কর্ণ প্রশ্ন করেন, সেফ আলি খানের আগের বিয়ে বা সন্তানদের সম্পর্কে করিনা কিছু জানতেন কি না। বা সেই বিষয়ে সেফ আলি খান তাঁর সঙ্গে কিছু আলোচনা করেছিলেন কি না। করিনা জানিয়েছিলেন, তিনি অবশ্যই জানতেন সেফ আলি খানের সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্কের কথা। সেফ নাকি করিনাকে বলেছিলেন, তাঁর দুই সন্তান তাঁর পরিবারের অংশ। তাঁদের তিনি কখনও আলাদা ভাবতে পারবেন না। সেই নিয়ে অবশ্য করিনার কখনও কোনও খারাপ অনুভূতি ছিল না। তিনি কোনও খারাপ অনুভূতি রাখেননি এ নিয়ে। তিনি সব নিয়েই ভালবেসে গ্রহণ করেছিলেন সেফকে।
তবে এ তো গেল সেফের সঙ্গে প্রেমের গল্প। কিন্তু কোন রাজনীতিবিদের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন করিনা? বেবো উত্তরে জানিয়েছিলেন, তিনি নাকি রাহুল গাঁধীর সঙ্গে প্রেম করতে চান। এই কথা তিনি বলেই বলেছিলেন যে এই কথায় যদি বিতর্ক ও তৈরি হয় তাতে তাঁর কিছু যায় আসে না। কিন্তু রাহুল গাঁধীকে অত্যন্ত ভাল দেখতে বলে মনে করেন করিনা। সেই কারণেই তিনি একসময় রাহুল গাঁধীর সঙ্গে নাকি প্রেম করার কথা ভেবেছিলেন। করিনার আরও মনে হয়েছিল, রাহুল গাঁধীর পরিবার রাজনৈতিক আর করিনার পরিবার রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। তাঁদের কথাবার্তা বেশ আকর্ষণীয় হতে পারে বলে তিনি মনে করেন।