কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন গান 'হাবিবি'। দর্শকদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে নুসরত ফারিয়ার নতুন এই গান। তবে ৩ মিনিটের এই গানের পিছনে রয়েছে অনেক গল্প। শুধু কী এই গানটা? তাঁর অভিনয়ের জগতে আসা, প্রথম কাজ সবটাই যেন গল্পের মত। শুধু বাংলাদেশে নয়, কলকাতাতেও চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী, চালাচ্ছেন পড়াশোনাও। এবিপি লাইভকে নিজের রুপোলি পর্দার বাইরের জীবনের গল্প শোনালেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। 


'হাবিবি' গানের শ্যুটিং হয়েছে মুম্বইকে। সেইসময় পরীক্ষা চলছিল অভিনেত্রীর। নুসরত বলছেন, 'ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন নিয়ে পড়াশোনা করছি আমি। যেদিন গানের শ্যুটিং ছিল, তার পরেরদিনই আমার পরীক্ষা। শ্যুটিংয়ের জন্য কড়া ডায়েটে ছিলাম আমি। পড়াশোনার সময় কড়া ডায়েট করতে সমস্যা হয়েছিল। শ্যুটিং সেরে রাত ৩টেয় ফিরেছি, পরেরদিন ভোরবেলাই পরীক্ষা ছিল। তবে পরীক্ষা ভালো হয়েছে। আশা করছি ফলও ভালো হবে।'


পড়াশোনা আর অভিনয়, দুইই একসঙ্গে চালাচ্ছেন অভিনেত্রী। তবে প্রথমদিকে এই কাজটা সহজ ছিল না। নুসরত বলছেন, '২০২১ সালে আমায় পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল আইন নিয়ে পড়ার, কিন্তু সেইসময় আর্থিত সামর্থ্য ছিল না। আমি কাজ শুরু করে আস্তে আস্তে টাকা জমাই। শেষে ২২০১৮ সালে ফের পড়াশোনা শুরু করি। ইউনিভার্সিটি অফ লন্ডনে আইন নিয়ে ভর্তি হই। এটাই আমার শেষ বছর। এরপর ফের কাজে মন দেব।'


 কাজের দুনিয়ায় নুসরতের অন্যতম শক্তি তাঁর পরিবার। কাজ শুরু করার সময় থেকেই কী পরিবারের সমর্থন ছিল? একটু হেসে নুসরত বললেন, 'একেবারেই না। আমি অভিনয় বা মডেলিং করব শুনে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন বড়রা। আমি অনেক ছোট থেকে কাজ শুরু করেছি। বাড়িতে না জানিয়ে স্কুলের পোশাক পরে শ্যুটিং-এ যেতাম। একবার এক বিজ্ঞাপনের শ্যুটিং। ভোরবেলা বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়ে। আমি স্কুলের পোশাক পরে নামতে গিয়ে মায়ের কাছে ধরা পড়ে যাই। আমায় ঘরে বন্ধ করে রাখেন মা। সেই গাড়ি বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে যায়। এখন সেইসব দিনগুলোর কথা মনে পড়লে মা বলেন, এতকিছু করেও তোকে আটকাতে পারিনি। আসলে আমি যে ভালো কাজ করছি, ভালোর জন্য করছি, সেটা বুঝতে পরিবারের একটু বেশি সময় লেগেছিল। এখন অবশ্য পুরোপুরি সমর্থন পাই।'


টলিউডে অনেকের সঙ্গেই কাজ করেছেন নুসরত। স্বীকার করলেন, বাংলাদেশে কাজের সুযোগ তুলনায় কম। ভবিষ্যতে সুযোগ পেলে কোনও পিরিয়ড ড্রামায় কাজ করতে চান নুসরত।


দুদেশেই জনপ্রিয় মুখ, প্রেমের প্রস্তাব পেয়েছেন নিশ্চয়ই। কাউকে মনে ধরেছে? রহস্যের হাসি হেসে নুসরত বললেন, 'লন্ডনে একজন বিশাল বড় ফুলের তোড়া দিয়ে প্রপোজ করেছিল। সেই বার্তাটা মনে থাকবে। এর থেকে বেশি আর কিছু বলব না।'