Nusrat Jahan: নুসরতের কোলে একরত্তি ঈশান, যশকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অদেখা ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা!
Yash Dashgupta: সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। সেখানে দেখা যাচ্ছে, কখনও ঘুরতে গিয়েছেন যশ আর নুসরত একসঙ্গে।

কলকাতা: শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যে নাকি চিড় ধরেছে! তাঁরা নাকি আর একসঙ্গে থাকছেন না? তাঁদের সম্পর্কে নাকি এসেছে তৃতীয় ব্যক্তি? সেই গুঞ্জনে অবশ্য আগেই জল ঢেলেছেন, নুসরত জাহান (Nusrat Jahan)। আর এবার, স্বামী যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র জন্মদিনে, আদুরে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সেই সঙ্গে, প্রকাশ্যে আনছেন, তাঁদের ছেলে একরত্তি ঈশানের জন্মের পরের অদেখা ছবি।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। সেখানে দেখা যাচ্ছে, কখনও ঘুরতে গিয়েছেন যশ আর নুসরত একসঙ্গে। কখনও আবার ঘরেই একসঙ্গে কাটাচ্ছেন সময়। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবিই যেন প্রমাণ দিচ্ছে, একসঙ্গে দিব্য ভাল সময় কাটাচ্ছেন যশ আর নুসরত। সোশ্যাল মিডিয়ায় এই একগুচ্ছ ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'সারা পৃথিবীর সঙ্গে আমরা লড়াই করেছি। আবার একে অপরের সঙ্গেও লড়াই করেছি। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখ ও দিয়েছি। ঝগড়া, অশান্তি করতে রীতিমতো সিদ্ধহস্ত আমরা। আমার প্রিয় 'মাথাব্যথার কারণ', শুভ জন্মদিন। তোমার বিশেষ দিনটা খুব ভাল কাটুক, শান্তিতে কাটুক। এক পৃথিবী শুভেচ্ছা আর সাফল্য কামনা করি তোমার জন্য।'
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নুসরতের একগুচ্ছ ছবির মধ্যে নজর কেড়েছে নুসরতের একটি ছবি। সেখানে যশ একটি আয়নায় সেলফি তুলছেন। আর তাঁক গালে চুম্বন এঁকে দিচ্ছেন নুসরত জাহান। আর নুসরতের কোলে, ছোট্ট ঈশান। একটা সময়ে, ঈশানের জন্ম নিয়ে বেশ রাখঢাক করেছিলেন নুসরত। তিনি যে অন্তঃসত্ত্বা, সেই খবর ও প্রথমে জানাতে চাননি নুসরত। কিন্তু পরে তা প্রকাশ পেয়ে যায়। এরপরেও নুসরত আড়াল করে রাখতে চেয়েছিলেন তাঁর সন্তানের পিতৃপরিচয়। সেই সময়ে নুসরতের সঙ্গে নিখিল জৈনের আইনত বিচ্ছেদ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। নিখিল জানিয়েছিলেন, নুসরত যদি অন্তঃসত্ত্বা হন, তাহলে সেই সন্তান নিখিলের নয়। পরে অবশ্য নুসরত আর যশ স্বীকার করে নিয়েছিলেন সবটা। তাঁরা সেই সময়েই সম্পর্কে ছিলেন ও পরবর্তীতে বিবাহ করেন। ঈশান যে যশেরই পুত্র, তা প্রকাশ পায় নুসরতের পুত্র ঈশানের বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসার পরেই। তবে সেই সমস্ত বিতর্ক এখন অতীত। ছোট্ট ঈশানকে নিয়ে, যশের সঙ্গে এখন সুখে সংসার করছেন নুসরত।
View this post on Instagram






















