একসময় সাহসী জীবনযাত্রার জন্যে চর্চায় ছিলেন তিনি। তারপর জীবনধারায় পরিবর্তন আনেন। নিজেকে ‘পবিত্র মা’ বলেও বর্ণনা করেন সোফিয়া। সম্প্রতি তিনি ভ্ল্যাড স্ট্যানেসকিউয়ের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তারপর থেকেই প্রেমিকের সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সোফিয়া।
দিন কয়েক আগে মক্কা গিয়েছিলেন সোফিয়া। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকও। সেখানে ভিড়ের মধ্যে তিনি তাঁর বন্ধুকে হারিয়ে ফেলেন। সেইসময় তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরে একদল অপরিচিত পুরুষ। তারা তাঁকে জোর করে ছোঁয়ার চেষ্টাও করে বলেও জানিয়েছেন সোফিয়া। এমনকি তাঁর হিজাবও সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। নিজের এই মারাত্মক অভিজ্ঞতার কথা একটি ভিডিও করে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছেন সোফিয়া।