কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নাম ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay)। এই বছর তাঁর ১০১তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে কিংবদন্তি অভিনেতাকে উৎসর্গ করে বড় ঘোষণা। ফের বড় পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায়। গুলিয়ে গেল? রইল সমস্ত বিস্তারিত তথ্য।


আসছে 'যমালয়ে জীবন্ত ভানু'


ভানু বন্দ্যোপাধ্যায়কে ফের রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। বাংলা সিনেদুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভানু বন্দ্যোপাধ্যায়। যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। কিন্তু আপামর বাঙালির মনে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম, তাঁর সৃষ্টি আজও উজ্জ্বল। তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানো হবে একটি বিশেষ গল্পের মাধ্যমে। যেখানে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সেই সঙ্গে সমসাময়িক কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। গল্পের নাম 'যমালয়ে জীবন্ত ভানু' (Jomaloye Jibonto Bhanu)। 


ছবি প্রসঙ্গে পরিচালকের বক্তব্য


মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। প্রকাশ্যে এসেছে প্রথম লুক। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। তাঁর কথায়, 'প্রথমত এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত বোধ করছি কারণ আমার মনে হয় এমন সুযোগ জীবনে একবারই আসে। এমন একটা ছবিতে কাজ করা যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় স্বয়ং একজন চরিত্র।'


ছবি সম্পর্কে সায়ন্তন বলেন, 'ছবির নাম যখন 'যমালয়ে জীবন্ত মানুষ', তখন বোঝাই যাচ্ছে যে তাঁর কালজয়ী সিনেমা 'যমালয়ে জীবন্ত মানুষ'-এর সঙ্গে অবশ্যই কোনও না কোনও লিঙ্ক থাকবে। তবে এই ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়, বা তাঁর ছবির সিক্যোয়েলও নয়। এটি মূলত এই সময়ের প্রেক্ষাপটে তৈরি একটি গল্প যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় একটি চরিত্র হিসেবে উঠে আসবেন। সেই সঙ্গে তৎকালীন অজস্র কিংবদন্তি অভিনেতাদের পর্দায় নিয়ে আসা হবে। ওঁর অভিনীত বিখ্যাত কিছু ছবির প্রসঙ্গ বারবার ফিরে আসবে। আমি মনে করি, যে কোনও বাঙালিই এই ছবি দেখতে খুবই উৎসুক হবেন। কারণ ভানু বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগ, নস্ট্যালজিয়া। খুব যত্ন সহকারে আমরা ছবিটা করার চেষ্টা করব, যাতে সেই আবেগে কোনও আঘাত না আসে।'


আরও পড়ুন: 'Kacher Manush' Trailer Out: 'জীবন যখন মৃত্যুর মুখোমুখি', সেই সময়ের গল্প বলবে দেব-প্রসেনজিতের 'কাছের মানুষ'


এই ছবিতে মূল ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মেক আপেও নিজের জাদু দেখিয়েছেন সোমনাথ কুণ্ডু। রাজা নারায়ণ দেব দায়িত্ব নিয়েছেন সঙ্গীত পরিচালনার।