Regional OTT Platforms: বিনোদনের জন্য এখন জনপ্রিয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platforms)। বাড়ি বসেই দেখে নেওয়া যায় পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ, এমনকি মেগা ধারাবাহিক। একটানা দেখতে হবে এমন কথা নেই। ইউজার নিজের পছন্দের সময়ে বসে মনপসন্দ কনটেন্ট দেখা নিতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্ম বলতে সাধারণত আমাদের মাথায় আসে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের নাম। বৃহত্তর ক্ষেত্রে এই তিন মাধ্যমের জনপ্রিয়তা বিপুল। তবে এইসব বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের ছটায় অনেকসময়েই আড়াল হয়ে যায় বেশ কিছু রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্ম (Regional OTT Platforms)। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, আঞ্চলিক ওটিটি মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে। FICCI- ইয়ার এন্ডিং পর্যবেক্ষণ অনুসারে রিজিওনাল কনটেন্ট ২৭ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছিল ২০২১ সালে। অনুমান বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রিজিওনাল কনটেন্টের পরিমাণ ২০২ সালের ২৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৫৪ শতাংশ, অর্থাৎ পুরো দ্বিগুণ হতে চলেছে। ইদানীং দক্ষিণী ছবির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। ওটিটি মাধ্যমে অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা'- র সাফল্য সেটাই প্রমাণ করে।
আঞ্চলিক অর্থাৎ রিজিওনাল কনটেন্ট দেখার জন্য আপনার ফোনে রাখতেই পারেন এই ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপগুলো
হইচই (বাংলা)- মূলত বাংলা কনটেন্ট দেখতে পাবেন সাবস্ক্রিপশন ভিত্তিক এই স্ট্রিমিং সার্ভিসে। প্রায় ৫০০ বাংলা সিনেমা, ১০০০ বাংলা গানের গ্লোবাল স্ট্রিমিং হবে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এই ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছিল। এই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে SVF Entertainment Pvt Ltd। হেডকোয়ার্টার রয়েছে কলকাতায়। অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি- এই সমস্ত ডিভাইসে চলবে হইচই ওটিটি প্ল্যাটফর্ম। তাই ভাল বাংলা সিনেমা দেখতে চাইলে একবার অন্তত চোখ বুলিয়ে নিতে হবে হইচই অ্যাপে।
AAONXT (All about originals)- এটি একটি স্বাধীন এবং প্রিমিয়াম ওটিটি মাধ্যম। এখানে এক্সক্লুসিভ ওড়িয়া কনটেন্ট পাওয়া যাবে। ওর্থাত ওড়িয়া ভাষায় বা ওড়িশাতে তৈরি কনটেন্ট দেখা যায়ে এই মাধ্যমে। ২০২০ সালে কৌশিক দাস নামের এক ব্যক্তি এই প্ল্যাটফর্ম চালু করেছিলেন। ওড়িশার বিনোদন দুনিয়ায় লুকিয়ে থাকা ভাল ভাল কনটেন্ট গ্লোবাল মার্কেটে নিয়ে আসার জন্যই তৈরি করা হয়েছে এই ওটিটি মাধ্যম। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি সবই পাওয়া যাবে এক ছাদের তলায়। বাংলা অহমিয়া এবং মালয়ালি দর্শকদের জন্যেও নিজেদের প্ল্যাটফর্ম আপডেট করার কথা ভাবছেন নির্মাতারা। আপাতত ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক পাওয়া যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
Sun NXT- ২০১৭ সালের জুন মাসে তৈরি হয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। Sun TV Network এই মাধ্যম তৈরি করেছে। এখানে দেখা যায় দক্ষিণী কনটেন্ট। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়- সব ভাষার কনটেন্টই এই মাধ্যমে দেখা যাবে। এর পাশাপাশি পাশাপাশি বাংলা এবং মারাঠি ভাষাতেও কনটেন্ট দেখা যাবে Sun NXT ওটিটি প্ল্যাটফর্মে। এই ওটিটি প্ল্যাটফর্মের ইউএসপি হল এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওটিটি প্ল্যাটফর্ম। লো ব্যান্ডউইথেও ভিডিও এবং অডিও কোয়ালিটি দুর্দান্ত থাকে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং স্মার্ট টিভিতে চালু থাকবে এই ওটিটি মাধ্যম।
Koode- এই শব্দের অর্থ হল 'সঙ্গে আছি'। এক্সকলুসিভ মালয়ালম কনটেন্ট দেখা যায় এই মাধ্যমে। এই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে Studio Mojo। মালয়ালি ভাষায় যেসব কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা কনটেন্ট তৈরি করেন সেগুলো থাকছে এই মাধ্যমে। তার ফলে তৈরি হবে দারুণ আকর্ষণীয় একটি প্ল্যাটফর্ম। এখানে থাকে অরিজিনাল কনটেন্ট। ইউটিউবের মত অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকেও খুব ভাল মানের কনটেন্ট এই মাধ্যমে নিয়ে আসেন নির্মাতারা।
Planet Marathi- ২০১৭ সালে তৈরি হয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। বিশ্বের প্রথম এমন ওটিটি প্ল্যাটফর্ম এটি যা মারাঠি ইন্ডাস্ট্রির জন্য তৈরি হয়েছিল। মারাঠি সিনেমার দুর্দান্ত সব নিদর্শন পাওয়া যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। মারাঠিক ছবির পাশাপাশি সেখানকার শিল্প-সংস্কৃতির ছোঁয়াও পাওয়া যাবে এই ওটিটি মাধ্যমে। এক্সক্লুসিভ এবং উন্নত মানের সমস্ত কনটেন্ট রয়েছে প্ল্যানেট মারাঠি ওটিটি প্ল্যাটফর্মে। অরিজিনাল কনটেন্টের সম্ভারও দুর্দান্ত।
আরও পড়ুন- ২০২২-এর বক্স অফিস দাপিয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২', তারকা যশের জন্মদিনে ফিরে দেখা