(Source: ECI | ABP NEWS)
Palak Mucchal on Smriti Mandana: 'তোমার সাধনার সাক্ষী আমরা', হবু বৌদির জয় দেখে উচ্ছ্বসিত হয়ে লিখলেন পালক মুচ্ছল!
Smriti Mandhana: নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের দর্শকাসনে এদিন উপস্থিত ছিলেন পালক মুচ্ছল। ছিলেন পলাশ মুচ্ছল ও।

কলকাতা: মধ্যরাতে স্বপ্ন ছুঁল ভারত। বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা দেশ উত্তেজনায় ফুটছে, ভাসছে আবেগে। মহিলা দলের হাতে এই প্রথম বিশ্বকাপ উঠল, স্বপ্ন ছুঁল ভারতের মেয়েরা। আর গোটা দেশের মতো আনন্দের বন্যায় ভাসছেন পালক মুচ্ছল (Palak Muchhal)-ও। একটু বেশিই! কেন? কারণ ভারতীয় মহিলা দলের অন্যতম সদস্য স্মৃতি মন্ধানা (Smriti Mandana) যে তাঁর ঘরের লোক হতে চলেছেন! আর কয়েকটা দিন পরেই, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধানা। পালক মুচ্ছলের দাদা, পলাশ মুচ্ছলের সঙ্গেই বিয়ে হতে চলেছে স্মৃতি মন্ধানার। শোনা যাচ্ছে, এই মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সঙ্গীতশিল্পীর সম্পর্ক কেমন? তা প্রকাশ করলেন পালক মুচ্ছল।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের দর্শকাসনে এদিন উপস্থিত ছিলেন পালক মুচ্ছল। ছিলেন পলাশ মুচ্ছল ও। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ভিডিও ও শেয়ার করে নিয়েছেন পালক মুচ্ছল। খেলা শেষে মাঠে নেমে এসেছিলেন পালক আর পলাশ। স্মৃতির গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেন পলাশ, পালক আবেগে উচ্ছ্বাসে জড়িয়ে ধরেন স্মৃতিকে। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনটা নিয়ে একটি লম্বা পোস্ট করেেছেন পালক মুচ্ছল। তিনি লিখেছেন...
'একটা মনে রাখার মতো দিন। আমার চোখের সামনেই ইতিহাস তৈরি হল। আমাদের ভারতের মেয়েরা বিশ্বকাপ হাতে তুলে নিল। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করার নয়। এই গর্জন গর্বের, এই গর্জন চোখের জলের, এই গর্জন গায়ে কাঁটা দেওয়ার। সমস্ত অনুভূতিগুলো যেন আমার মনের মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে। টিমের সব মেয়েকে আমার ভালবাসা, শুভেচ্ছা। ওরা যে সাহস, যে দক্ষতা দেখিয়েছে.. তাতে গোটা ভারতের হৃদয় ভরে উঠেছে। আজ আমাদের মেয়েরা শুধু ক্রিকেট খেলল না, ভারতের মেয়েরা সেই স্বপ্নটাকে সত্যি করে দেখাল, যে স্বপ্নটা বলে, 'তোমরা পারবে, তোমরাই পারবে'। স্মৃতিকে এই ময়দানে দেখা আমাদের কাছে গর্বের। ওর অনুশীলন, মুখ বুজে কষ্ট করে যাওয়া, কঠিন সময়ে ওর মাথা ঠাণ্ডা রাখা, নিজের ওপর বিশ্বাস.. সবকিছু নিজের চোখে দেখেছি। ওর এই জয়যাত্রা দেখতে দেখতে আমার মনে হয়েছিল, এই জয়টা আমার ও। খুব ব্যক্তিগত।
স্মৃতি, তোমার বিরামহীন যাত্রা, তোমার এই জয় আমার চোখে জল এনে দিয়েছে। তোমার সাহস, তোমার ঔজ্জ্বল্য.. আমায় বার বার মুগ্ধ করে। মেয়েরা.. তুমি শুধু ভারতকে গর্বিত করোনি, তোমরা বুঝিয়ে দিয়েছো মেয়েরা উঠে দাঁড়াতে পারে, গোটা জাতিকে গর্বিত করতে পারে।'
View this post on Instagram























