কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুরহস্য ক্রমশ জটিল হচ্ছে। একে একে উঠে আসছে নানা তথ্য। ইতিমধ্যেই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর লিভ ইন সঙ্গী এবং এক বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি আনন্দ। আমাদেরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় জানালেন যে, তিনি রাতেও পল্লবীর ফ্ল্যাটে ছিলেন।
পল্লবীর ফ্ল্যাটে কেন ছিলেন ঐন্দ্রিলা?
এবিপি আনন্দকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পল্লবী দে (Pallavi Dey) মৃত্যুরহস্যে যাঁর দিকে আঙুল উঠছে, সেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায় জানালেন, পল্লবীর ফ্ল্যাটে এই মাসের শুরুতে গিয়েছিলেন তিনি। ঐন্দ্রিলা বলেন, 'আমি পল্লবীর ফ্ল্যাটে একবারই গিয়েছি। এই মাসের প্রথমদিকে একটা বিয়েবাড়ি ছিল। এক কমন ফ্রেন্ডের বিয়ে ছিল। যেখানে আমরা সমস্ত পুরনো বন্ধুরা একসঙ্গে হয়েছিলাম। সেখানে আমি ছাড়া আরও দুজন বন্ধু ওর বাড়িতে গিয়েছিল। ওই বলল (পল্লবী), ঠিক আছে অনেকটা রাত হয়ে গিয়েছে। সকলে আমার বাড়িতেই চল। কাল সকালে ওখান থেকেই ফিরবি। পরেরদিন সকালেই আমাদের চলে আসার কথা। কিন্তু হঠাৎ করে সেদিনই সাগ্নিকের প্রচণ্ড শরীর খারাপ হয়। ওর রক্ত বমি শুরু হয়ে যায়।'
আরও পড়ুন - Pallavi Dey Death: 'একটা রাগারাগি, মন কষাকষি ছিল', পল্লবী দে মৃত্যুরহস্যে অকপট ঐন্দ্রিলা
ঐন্দ্রিলা আরও বলেন, 'সেই সময় যদি আমরা ওর বাড়ি ছেড়ে চলে আসতাম, তাহলে পল্লবী একা সাগ্নিককে দেখতেও পারত না। ওর পক্ষে দেখা সম্ভব হত না। পল্লবী আমাকে মানে আমাদের বলল যে, তোরা থেকে যা। আমি তো এখন থাকব না। তোরা একটু সাগ্নিককে দেখিস। ওকে একটু নুন চিনির জল বারবার করে খাওয়াস। ওকে একটু রান্না করে দে। ও সেদিন মাছ নিয়ে আসল। বলল, তোরা করে খেয়ে নে। আমার প্যাক আপ হলে আমি ফিরব। এসে আমরা একসঙ্গে সাঁতরাগাছি গিয়ে ওকে ডাক্তার দেখাব। সেটাই আমাদের কথা হয়েছিল। তাই আমরা রাতে ওর বাড়িতে থাকি।'