মুম্বই: দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ২৫ দিন কাটিয়ে ফেলল শাহরুখ খানের (Shah Rukh Khan) স্পাই থ্রিলার 'পাঠান' (Pathaan)। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই একের পর এক রেকর্ড ভাঙছেন কিং খান। গত ২৫ জানুয়ারি থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালিয়েছে এই ছবি। হিন্দি ছবি তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসার নিরিখে উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে 'পাঠান'। কিন্তু এবার মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। হলিউড কিংবা দক্ষিণী বেশ কিছু ছবির সঙ্গে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের 'শেহজাদা'। তাতে কি 'পাঠান'-এর ব্যবসায় প্রভাব পড়ল?


২৫ দিনে কত টাকার ব্যবসা করল 'পাঠান'?


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কোনও ছবির মুক্তিই বিশেষ প্রভাব ফেলতে পারেনি 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে এই ছবি উল্লেখযোগ্য ব্যবসা করছে। সূত্রের খবর, বিশ্বজুড়ে শাহরুখ খানের ছবি এখনও পর্যন্ত ৯৮৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'দঙ্গল', 'কেজিএফ চ্যাপ্টার ২', 'দ্য কাশ্মীর ফাইলস' এবং আরও অনেক ছবির সর্বমোট ব্যবসাকে হেলায় পিছনে ফেলে বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে 'পাঠান'। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, চলতি সপ্তাহ শেষ হতেই এই ছবি দেশে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে।


[tw]





[/tw]


আরও পড়ুন - Shehzada Box Office Collection: আল্লু অর্জুনের জুতোয় পা কার্তিকের! শনিবার কত টাকার ব্যবসা করল 'শেহজাদা'?


অন্যদিকে, মুক্তি আগে কার্তিক আরিয়ানের ছবি 'শেহজাদা'কে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও, প্রথম ও দ্বিতীয় দিন সেভাবে প্রভাব ফেলতে পারেনি। প্রথমদিন মাত্র ৬ কোটি টাকার ব্যবসা করেছে। এবং দ্বিতীয় দিনও ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকার ব্যবসা করেছে। ২ দিনে মাত্র ১২ থেকে সাড়ে ১২ কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে এই ছবির। আর নতুন মুক্তি পাওয়া সমস্ত ছবিকেই টেক্কা দিয়ে ব্যবসা ধরে রেখেছে 'পাঠান'।


[tw]





[/tw]