মুম্বই: ছবি মুক্তির এখনও দেরি প্রায় ২ মাস। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হামেশাই একের পর এক ছোট বড় চমক দিয়ে নতুন ছবি নিয়ে উত্তেজনা বজায় রাখেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আজ সোশ্যাল মিডিয়ায় 'পাঠান' (Pathaan)-এর নতুন পোস্টার শেয়ার করে নিলেন কিং খান (King Khan)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন শাহরুখ। সেখানে দেখা গিয়েছে ছবির ৩ প্রধান অভিনেতা অভিনেত্রীকে। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham)-কে। শাহরুখ লিখেছেন, 'সিটবেল্ট বেঁধে নিয়েছেন তো? এবার যাওয়া যাক?' 'পাঠান' মুক্তির আর ৫৫ দিন বাকি। সঙ্গে যশরাজ ফিল্মসের ৫০ বছরও। ২০২৩ সালের ২৫ জানুয়ারি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান'।
আরও পড়ুন: Arjun Kapoor: 'প্রাপ্য কর্মফল ঠিক ফিরে পাবে' ফের বিস্ফোরক অর্জুন কপূর
অন্যদিকে সদ্যই ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে জানুয়ারির শেষে। আর ট্রেলার মুক্তি পাবে জানুয়ারির প্রথমে। তবে জানুয়ারির মধ্যেই মুক্তি পাবে 'পাঠান'-এর দুটো গান। এর ফলে, ট্রেলারের ঝলক না পেলেও, দর্শকেরা শুনতে পাবেন 'পাঠান' -এর দুটি নতুন গান।