Payel Sarkar: প্রথমবার থিয়েটারে পা রেখেই সুচিত্রা সেনের জুতোয় পা গলাচ্ছেন পায়েল সরকার!
Payel Sarkar News: দীর্ঘদিন ধরেই বড়পর্দার নায়িকা তিনি, কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও। তাহলে কেন এবার নাটকের মঞ্চকে বেছে নিলেন পায়েল?

কলকাতা: এই প্রথমবার মঞ্চে অভিনয় করছেন তিনি। তাও আবার এমন একটা চরিত্রে, যে চরিত্রের নাম বললেই আট থেকে আশির মনে পড়ে সুচিত্রা সেন (Suchitra Sen)-কে। রিনা ব্রাউন। 'সপ্তপদী'-র রিনা ব্রাউন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘সপ্তপদী’ এবার মঞ্চস্থ হতে চলেছে। আর এই নাটকের মুখ্যচরিত্রে, অর্থাৎ সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকার-কে। এই প্রথম মঞ্চে অভিনয় করছেন পায়েল। তাও রিনা ব্রাউনের চরিত্রে। যে চরিত্রে অভিনয় করার লোভ থাকে সমস্ত নায়িকারই, মঞ্চে এবার সেই চরিত্রই হয়ে উঠবেন পায়েল।
দীর্ঘদিন ধরেই বড়পর্দার নায়িকা তিনি, কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও। তাহলে কেন এবার নাটকের মঞ্চকে বেছে নিলেন পায়েল? এবিপি লাইভ বাংলাকে অভিনেত্রী বলছেন, 'অনেকদিন ধরেই আমার কাছে থিয়েটারের অফার আসছিল। তবে নতুন এই আঙ্গিকে পা রাখব কি না, বুঝে উঠতে পারছিলাম না। এরপরে যখন এই থিয়েটারের অফারটা এল, সত্যি কথা বলতে আমার লোভই লাগল। সপ্তপদী আর রিনা ব্রাউনের চরিত্র। এ তো যে কোনও নায়িকার জন্যই স্বপ্ন। প্রথমে একটু দোটানায় ছিলাম যে কাজটা করা উচিত কি না। কিন্তু তারপরে স্থির করেই ফেললাম।'
সুচিত্রা সেন যে চরিত্রে অভিনয় করেছেন, বাঙালি দর্শকের কাছে সেই চরিত্র নতুনভাবে তুলে ধরা একটা বিশাল চ্যালেঞ্জের বিষয়। পায়েল বলছেন, 'সুচিত্রা সেনের অভিনীত চরিত্রে অভিনয় করা অবশ্যই কঠিন। তবে একটাই কথা বলব, থিয়েটার আর ছবির তুলনা সেভাবে হয় না। কিন্তু রিনা ব্রাউনের চরিত্রটা যতটা আইকনিক, সেক্ষেত্রে একটা তুলনা চলেই আসে। আমি সেটা জানি। কিন্তু আমি মঞ্চে আমি আমার নিজের মতো করে চরিত্রটাকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি। সিনেমা আর মঞ্চে অভিনয়ের ভাষাটা একেবারে আলাদা। সিনেমায় যেমন টেকনিক্যাল সাপোর্ট পাই, মঞ্চে তা পাব না জানি। থিয়েটারে রিটেকের কোনও জায়গা নেই। সবটা একবারেই নিখুঁত করে তুলতে হবে। সিনেমা আর থিয়েটারের তুলনা করা যায় না। আমি নিজের মতো করেই রিনা ব্রাউনকে তুলে ধরার চেষ্টা করেছি।'
উত্তমকুমার অভিনীত ‘কৃষ্ণেন্দু’র ভূমিকায় অভিনয় করছেন দীপ। ছবি বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে দুলাল লাহিড়ি-কে। ‘রিনা’র মায়ের ভূমিকায় পর্দায় ছায়াদেবী। মঞ্চে দোলন রায়। নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার মাননীয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। এই বছর মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্মশতবর্ষ এবং বিশিষ্ট পরিচালক অজয় করে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে নাট্যশাস্ত্রম নিবেদিত ট্রাইকালার প্রোডাকশন প্রযোজিত নাটক সপ্তপদী। নাটকটি অনুষ্ঠিত হবে আজই।























