কলকাতা: ভারত সফরে এসেছেন কিয়ের স্টার্মার । আর তাঁর এই সফরে বারে বারেউ উঠে এসেছে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের কথা । এর এই দৃশ্যও যেন সেই মেলবন্ধনের গল্পই বলে গেল । প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী স্টার্মারের উপস্থিতিতে পরিবেশিত হল যৌথ সঙ্গীত ‘স্যাফায়ার’-এর একটি দুর্দান্ত পরিবেশনা । সৌজন্যে অরিজিৎ সিংহ (Arijit Singh) ও এড শিরান (Ed Sheeran) । গতকাল ভারত সফরে কিয়ের স্টার্মার প্রখ্যাত যশরাজ ফিল্মসের অফিসে গিয়েছিলেন । আর সেখানে, নরেন্দ্র মোদির সঙ্গে বসেই তিনি শুনলেন, অরিজিৎ সিং এবং এড শিরানের যুগলবন্দি ‘স্যাফায়ার’ । এই ছবি যেন তুলে ধরল, ভারত-ব্রিটেন সাংস্কৃতিক বন্ধনকে ।

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় দুই রাষ্ট্রপ্রধানের অরিজিৎ সিংহ ও এড শিরানের সঙ্গীত উপভোগ করার একটি ভিডিও পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই । ভিডিও পোস্ট করে, সেই সঙ্গে ক্যাপশনে নরেন্দ্র মোদি লিখেছেন, 'এড শিরান এবং অরিজিৎ সিং-এর স্যাফায়ারের অসাধারণ পরিবেশনা, এটি ভারত-ব্রিটেন সাংস্কৃতিক অংশীদারিত্বের একটি দুর্দান্ত উদাহরণ!' এড শিরানের ‘প্লে’ নামক অ্যালবামের তৃতীয় সিঙ্গল হল ‘স্যাফায়ার’ । সোশ্যাল মিডিয়ায় এই গানটি ভীষণভাবে ভাইরাল হয়েছিল ।

এইদিন সকালে মুম্বইতে দেখা হয়, কিয়ের স্টার্মার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তার আগে বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী গিয়েছিলেন অন্ধেরির যশ রাজ স্টুডিয়োয় । যশ রাজ ফিল্মস স্টুডিও-তে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বলিউড তারকা রানি মুখোপাধ্যায় (Rani MUkherjee) । তাঁর সঙ্গে যশ রাজ ফিল্মস স্টুডিয়োয় একটি চলচ্চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন স্টার্মার । ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ভারত সফরের অন্যতম লক্ষ্য দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা । আর তারপরেই কিয়ের স্টার্মার ও প্রধানমন্ত্রী একসঙ্গে বসে শুনেছেন যৌথ সঙ্গীত ‘স্যাফায়ার’ । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিয়ের স্টার্মার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গীত উপভোগ করার সেই ভিডিও ।

Continues below advertisement

 

অন্যদিকে, জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ফলো হওয়া শিল্পী হচ্ছেন অরিজিৎ সিংহ (Most followed artist on Spotify)। পিছনে ফেললেন টেইলর স্যুইফটকে। ওই প্ল্যাটফর্মে অরিজিৎ সিংহের মোট ফলোয়ার সংখ্যা ১১৭.২ মিলিয়ন, যা স্যুইফটের থেকে ২১ হাজার বেশি। যদিও মাসিক শ্রোতার নিরিখে এখনও অরিজিতের থেকে অনেকটাই এগিয়ে টেইলর।