কলকাতা: এই বছরের নববর্ষ তাঁর কাছে একটু বিশেষ। কেন? কারণ বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'দ্য একেন'। মাছে ভাতে বাঙালি এক গোয়েন্দাকে বড়পর্দায় দেখবেন বাঙালি। আর একেন বলতেই যাঁর মুখ মনে পড়ে, তিনি অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। মাথায় টাক, সাধাসিধে এই ভদ্রলোককে দেখলে ঘুণাক্ষরেও কল্পনা করা যায় না তিনি দুঁদে গোয়েন্দা। এই এক্স ফ্যাক্টরই দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে 'একেন' (The Eken) চরিত্রকে। ছবি মুক্তির আগে এবিপি লাইভের সঙ্গে ছবির গল্পের পাশাপাশি অনির্বাণের কথায় উঠে এল নববর্ষের গল্প।
অনির্বাণের নববর্ষ
ছোটবেলায় নববর্ষেও প্রায় পুজোর মতোই জামা পেতেন নাকি! অনির্বাণ বলছেন, 'নববর্ষের প্রথম আকর্ষণ ছিল নতুন জামা। শুধু বাড়ি থেকে নয়, অনেক ছোটবেলায় আত্মীয়রাও জামা উপহারে দিতেন, বেশ পুজোর জামার মতোই অনেকগুলো নতুন জামা হত। আমি মফঃস্বলে বড় হয়েছি। ওখানকার উদযাপনের ধরণগুলো ও আলাদা। বিশেষ করে নববর্ষের দিনটা দোকানে দোকানে হালখাতা করার চল ছিল। দোকানে গেলে একটা ক্যালেন্ডার দিত আরেকটা মিষ্টির প্যাকেট। আমি বাড়িতে এসে আগে ক্যালেন্ডার খুলে দেখতাম যে কী কী ছবি আছে। শুধু ডেট যে ক্যালেন্ডারে থাকত, সেগুলো দেখলেই বিরক্ত লাগত।' কথা থামিয়ে হেসে ফেললেন অনির্বাণ।
আরও পড়ুন: বড়পর্দায় ফের বনি-আয়ুষী জুটি, আসছে 'আর্চির গ্যালারি'
তারপর ফের বললেন, 'সেসময় কোল্ড ড্রিঙ্কসের চল ছিল না তেমন। রসনা গুলে দিত। সেটা খাওয়াটাও একটা দারুণ ব্যাপার।' বড় হওয়ার পরে অবশ্য নববর্ষ অন্য সব দিনের মতোই একরকম হয়ে গিয়েছে। তবে এই বছর নববর্ষ ভীষণ বিশেষ। এবার একেনবাবু আসছে নববর্ষে।'
রাত পেরোলেই বড়পর্দায় মুক্তি পাবে 'দ্য একেন'। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী। সুজন দাশগুপ্তর মূল কাহিনির উপর ভিত্তি করে ‘দ্য একেন’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে বাপির ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। প্রমথর চরিত্রে আরজে সোমক। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ‘মন্দার’ সিরিজ খ্য়াত দেবাশিস মণ্ডল।