কলকাতা: নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)। সত্যিই কি প্রয়াত হয়েছেন পুনম পাণ্ড (Poonam Pandey)? সকালবেলা বিতর্কিত এই মডেল-অভিনেত্রীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। প্রথমে পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাদা-কালো হরফে লেখা এই খবর ছড়িয়ে পড়েছিল। পরে, সংবাদসংস্থা এএনআই (ANI)-এর তরফে পুনমের ম্যানেজারের থেকে এই খবরের সত্যতা যাচাই করা হয়েছে। ম্যানেজারের তরফেও জানানো হয়েছে তিনি প্রয়াত হয়েছেন। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


সার্ভিকাল ক্যানসারে মৃত্যু পুনম পাণ্ড


২ ফেব্রুয়ারি শুক্রবার সকালেই দুঃসংবাদ। বিতর্কিত মডেল এবং অভিনেত্রী পুনম পান্ডের (Poonam Pandey) অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়েছে সার্ভিকাল ক্যানসারে মারা গিয়েছেন তিনি। আর এই পোস্ট ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। ইনস্টাগ্রামে সেই পোস্টেই জানানো হয় বেশ কিছুদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী (Poonam Pandey Death)। মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন পুনম। যদিও তাঁর এই আকস্মিক প্রয়াণে ইন্ডাস্ট্রির অনেকেই শোকস্তব্ধ।


পুনম পান্ডে জীবিত না মৃত? অভিনেত্রীর বন্ধুর মন্তব্যে নতুন জল্পনা


সকালে জানা গিয়েছিল, সার্ভিকাল ক্যানসারে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন পুনম। এই খবর কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল। তবে, তা নিয়ে ছিল দ্বিমতও। অনেকেই এই খবরকে প্রচার পাওয়ার নতুন উপায় বলে লেখালেখি করছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে, বিনিত কক্কর (Vinit Kakar) এই বিষয়ে মুখ খুলেছেন। ঠিক কী বলেছেন বিনিত? কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)-এর শো 'লক আপ'-এ পুনম পাণ্ডর সঙ্গে সময় কাটিয়েছেন বিনিত। সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 'আমার মনে হচ্ছে, এই খবরটা ভুল। পুনমকে যতটুকু চিনি ও ভীষণ শক্ত মেয়ে। ৩-৪ মাস আগেই ওর সঙ্গে সময় কাটিয়েছি। কখনও মনেই হয়নি ওর এমন কোনও সমস্যা রয়েছে। যথেষ্ট সুস্থ স্বাভাবিকই তো ছিল ও।'


বিদ্যুতের সঙ্গে রুক্মিণীর আইটেম নম্বর


তিনি যে ফের বলিউডে কাজ করতেন, সেই খবর আগেই এবিপি লাইভকে (ABP Live) দিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর এবার, প্রকাশ্যে এল বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal) নতুন ছবির গানের ঝলক। সেই গানের , বলি তারকার সঙ্গে নজর কাড়লেন রুক্মিণী। সামনেই মুক্তি পাচ্ছে বিদ্যুতের প্রযোজিত ও অভিনীত ছবি 'ক্র্যাক' (Crakk)। সেই ছবিতে, একটি গানে দেখা যাবে রুক্মিণীকে। জমাটি এই গানে এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করেছেন রুক্মিণী। গানটির নাম 'রম রম' (Rom Rom)। এই গানের ঝলক দেখে, অনেকে দেব-এর প্রসঙ্গ টেনে মজা করেছেন, অনেকেই আবার প্রশংসা করেছেন অভিনেত্রীর। 


প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'


নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)। এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সামগ্রিক বর্তমান পরিস্থিতির কথা। এই সিরিজে বাসবদত্তার চরিত্রের নাম হয়েছে দময়ন্তী। মূখ্যচরিত্রে দেখা যাবে তাঁকেই। অন্যদিকে, এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে একটা কাজ করল রিজওয়ান। ছোটপর্দায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে এবার ওয়েব সিরিজে তাঁক চরিত্র নিয়ে অবশ্যই দর্শকদের প্রত্যাশা রয়েছে। বাসবদত্তাও কাজ করছেন একটি ধারাবাহিকে। বাসবদত্তাকে এর আগে বড়পর্দায় কাজ করতে দেখা গেলেও, ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে। ফলে, প্রেমের গল্প না হলেও এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মানুষের উৎসাহ রয়েছে। 


'সাদা রঙের পৃথিবী'-র জন্য রঙিন আয়োজন


যাদের পৃথিবীতে কেবল পড়ে থাকে সাদা রঙ.. এই ছবির গল্প যেন তাঁদের নিয়েই। তবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। মুক্তি পেল, পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার। এই ছবি মূলত একাধিক তারকাকে নিয়ে। এর আগেও রাজর্ষি Ensemble cast নিয়ে ছবি করেছেন, তবে এই ছবিতে আকর্ষণ রয়েছে অনেকগুলি। তার মধ্যে মূল হল, দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও, 'সাদা রঙের পৃথিবী' (Sada Ronger Prithibi)-তে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে ।  ছবির মুখ্যভূমিকায় ও দ্বৈতচরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । এছাড়াও থাকছেন, সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা ।