(Source: ECI | ABP NEWS)
Rajvir Jawanda: ১২ দিন ধরে ভেন্টিলেশনে লড়াই, জনপ্রিয় গায়ক-অভিনেতার মৃত্যু, মোটর সাইকেল দুর্ঘটনাই কেড়ে নিল প্রাণ
Rajvir Jawanda Dies: মাল্টি অর্গান ফেলিওর হয়ে রাজবীর মারা গিয়েছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

নয়াদিল্লি: মোটর সাইকেল দুর্ঘটনার পর গত ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। বুধবার সেই লড়াই শেষ হল পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা রাজবীর জওয়ান্দার। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই হাসপাতালে মৃত্যু হল তাঁর। মাল্টি অর্গান ফেলিওর হয়ে রাজবীর মারা গিয়েছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। (Rajvir Jawanda Dies)
পঞ্জাবের মোহালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজবীর। বুধবার সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গত ১২ দিন ধরে সেখানেই ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন থাকা অবস্থায়, সেখানেই মারা গেলেন। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "৮ অক্টোবর সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজবীর। পথ দুর্ঘটনার শিকার হওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শিরদাঁড়ায় গুরুতর চোট ছিল ওঁর, ক্ষতিগ্রস্ত হয়েছিল মস্তিষ্কও।" (Rajvir Jawanda)
হাসপাতালের তরফে জানানো হয়েছে, গোড়া থেকেই চিকিৎকদের পর্যবেক্ষণে ছিলেন রাজবীর। তাঁর চিকিৎসায় কোনও খামতি রাখা হয়নি। ক্রিটিক্যাল কেয়ার এবং নিউরোসার্জারি টিমের নজরদারিতে ছিলেন তিনি। এদিন সকালে মাল্টি অর্গান ফেলিওরে শেষ পর্যন্ত মারা যান রাজবীর।
গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বড্ডিতে পথ দুর্ঘটনার শিকার হন রাজবীর। জানা গিয়েছে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাজবীর। ঘুরতে ঘুরতে আচমকা তাঁর সামনে এসে পড়ে একটি গরু। সটান গরুটির সঙ্গে ধাক্কা লাগে তাঁর মোটর সাইকেলের। ছিটকে পড়েন রাজবীর। মাথায় গুরুতর আঘাত পান তিনি। আঘাত পান শিরদাঁড়াতেও। হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসায় কোনও খামতি রাখা না হলেও, রাজবীরের মস্তিষ্ক সেভাবে সাড়া দিচ্ছিল না বলে জানা গিয়েছে।
রাজবীরের অবস্থা সঙ্কটজনক বলে গোড়াতেই জানিয়ে দেন চিকিৎসকরা। রবিবার রাজবীরকে দেখতে হাসপাতালে পৌঁছন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। কলাকুশলীদের অনেকেই রাজবীরের আরোগ্য কামনা করেন। কিন্তু মাত্র ৩৫ বছর বয়সে, অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন রাজবীর।
পঞ্জাবের লুধিয়ানার পোনা গ্রামের ছেলে রাজবীর। ‘তু দিস পেন্দা’, ‘খুশ রাহা কর’, ‘সর্দারি’, ‘সারনেম’, ‘আফরিন’, ‘ল্যান্ডলর্ড’,‘ডাউন টু আর্থ’, ‘কঙ্গানি’র মতো জনপ্রিয় গান গেয়েছেন রাজবীর। পঞ্জাবি ছবি ‘সুবেদার জোগিন্দর সিংহ’, ‘জিন্দ জান’, মিন্দো তসিলদারনি’র মতো ছবিতে অভিনয়ও করেছেন চুটিয়ে। আরও অনেক মাইলফলক ছোঁয়া বাকি ছিল। তার আগেই শেষ হয়ে গেলেন রাজবীর।























