কলকাতা: বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল এক ক্রিকেট ম্যাচ দিয়ে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বর বনাম বধূর ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করে নিলেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁদের বিয়েতে আয়োজন করা হয়েছিল কী কী খেলার!


পরিণীতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ভারতীয় নিয়ম মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। তবে বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজন করা হয়েছিল একাধিক খেলাধূলোর। কী কী ছিল তার মধ্যে? পরিণীতি জানাচ্ছেন, খেলার তালিকায় ছিল মিউজিক্যাল চেয়ার, চামচে লেবু নিয়ে দৌড়, তিন পায়ের দৌড় এবং অবশেষে ছিল একটা ক্রিকেট ম্যাচ। 


পরিণীতি লিখছেন, 'নববধূ নিজের ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ভাল ক্রিকেটরদের নিজের দলে নিতে পেরেছিল। তবে হার বা জিত শেষ কথা নয়, দুই পরিবারের মধ্যে সম্পর্ক, হাসি, আনন্দই ছিল এই খেলাগুলোর উদ্দেশ্য। চড্ডা-চোপড়া লড়াইটা দুর্দান্ত ছিল।'


২৪ সেপ্টেম্বর ৭ পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তাঁর গলায় 'কেশরী' (Keshri) ছবির 'তেরি মিট্টি' (Teri Mitti) হোক বা 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyaari Bindu) ছবির 'মানা কি হাম ইয়ার নেহি'... দর্শক মজেছেন সুরের যাদুতে। এহেন পরিণীতি যখন মনের মানুষকে নিজের করে পেলেন, তখন তাঁর জন্য কোনও সুর বাঁধবেন না তাও কি হয়?


সূত্রের খবর, বিশেষ করে স্বামী রাঘব চড্ডার (Raghav Chaddha)-র জন্য একটি গান বেঁধেছিলেন পরিণীতি। ২৪ তারিখ, রাঘব পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান। এই গোটা বিষয়টাই একটা চমক ছিল রাঘবের জন্য। তাঁকে বিশেষ অনুভূতি দিতেই পরিণীতি এই গানটি বেঁধেছিলেন। 'ও পিয়া' গানে ছিল প্রেমের কথা, ছিল প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার বার্তা। গানটি ইতিমধ্যেই রয়েছে ইউটিউবে। সেই গানের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের ছবি। 





আরও পড়ুন: Swastika with Debashree: সৌরভের 'কেমিস্ট্রি মাসি'- সিরিজে দেবশ্রীর মেয়ের ভূমিকায় স্বস্তিকা দত্ত