কলকাতা: সামনেই কি বিয়ের দিন, রাঘব চড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-র? হবু পত্নীকে নিয়ে হঠাৎই পঞ্জাবের স্বর্ণমন্দিরে হাজির হলেন আপ সাংসদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবিও। আর সেখানেই, পাওয়া গেল এক অন্য রাঘব পরিণীতিকে। 


রাঘব খাঁটি পঞ্জাবি। আর কেবল স্বর্ণমন্দির কেন, যে কোনও গুরুদ্বারে প্রচলিত রয়েছে বিভিন্ন প্রথা। প্রত্যেক গুরুদ্ধারেই থাকে একটি লঙ্গর। এই লঙ্গরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয় পূর্ণার্থীদের। টাকার বিনিময়ে নয়, খালি হাতে মন্দির থেকে ফেরানো হয় না কাউকেই। দেওয়া হয় খাবার। আর এই রান্না করেন ভক্তরাই। কেবল রান্নাই নয়, পূর্ণার্থীদের এঁটো বাসনও পরিষ্কার করেন ভক্তরাই। লঙ্গরে সেবা করা পূণ্য অর্জন বলে বিশ্বাস করেন ভক্তরা। 


আর সেখানেই, পূর্ণার্থীদের এঁটো বাসন সকলের সঙ্গে হাত হাত মিলিয়ে মাজলেন পরিণীতি। পাশে ছিল রাঘবও। বলিউডি নায়িকার খোলস ভেঙে, সবার সঙ্গে মিশে গেলেন অভিনেত্রী। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। মাথায় নিয়মমাফিক দিয়েছিলেন ওড়না। অন্যদিকে পাশে হবু স্বামী রাঘবও ছিলেন সাদা পাজামা পাঞ্জাবি ও ধূ সর জওহর কোটে। তাঁর মাথায় ছিল গেরুয়া আবরণ। 


 






প্রসঙ্গত, নয়াদিল্লির কনট প্লেসের 'কপূরথালা হাউজ'-এ গত ১৩ মে আংটি বদল করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে অনুষ্ঠিত হয় বাগদান পর্ব। হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে পরিণীতির ঘনিষ্ঠরা, ছিলেন একাধিক রাজনৈতিক নেতাও। অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও। কালো শেরওয়ানি পরে দেখা যায় মণীশ মলহোত্রকে। অনুষ্ঠানের আগে পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হন প্রিয়ঙ্কা ও পরিণীতির তুতো বোন মান্নারা চোপড়াও।


আংটি বদল সেরে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও।  একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।


আরও পড়ুন: Bhumi Pednekar Exclusive: '২ অভিনেত্রী কখনও বন্ধু হতে পারে না, একথা ভিত্তিহীন', কলকাতায় এসে বললেন ভূমি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial