নয়াদিল্লি: দুবাই থেকে গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan arrested)। পাকিস্তানের (Pakistan) জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শিল্পীর প্রাক্তন ম্যানেজার সলমান আহমেদের (Salman Ahmed) করা একটি মানহানির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দুবাই পুলিশ সূত্রে। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল পোস্টের মাধ্যমে গ্রেফতারের খবর 'ভুয়ো' বলে দাবি করেছেন শিল্পী নিজেই।


গ্রেফতার রাহাত ফতেহ আলি খান! কী বলছেন শিল্পী?


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শিল্পীর প্রাক্তন ম্যানেজার সলমান আহমেদের করা একটি মানহানির মামলা প্রেক্ষিতে রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতার হয়েছেন।  শিল্পীর প্রাক্তন ম্যানেজার আহমেদ তাঁর বিরুদ্ধে দুবাই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মতবিরোধের জেরে আহমেদকে বরখাস্ত করেন রাহাত। এছাড়া রাহাত ও আহমেদ দু'জনেই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে সূত্র।






যদিও এই খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই নিজের প্রোফাইলে পোস্ট করে শিল্পী জানান যে তিনি একেবারে সুরক্ষিত আছেন। গ্রেফতারির খবর 'ভুয়ো' (Fake News) বলে দাবি করেন ভিডিও বার্তায়। ক্যাপশনে লেখা হয়, 'রাহাত ফতেহ আলি খানের গ্রেফতারি সম্পর্কে যে খবর ছড়িয়ে পড়েছে তা ভুয়ো ও ভিত্তিহীন।'


আরও পড়ুন: 'Parineeta' Web Series: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পরিণীতা' এবার ওয়েব সিরিজে, অভিনয়ে দেবচন্দ্রিমা-গৌরব






প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্কে জড়ান শিল্পী। সেখানে দেখা যায় এক ব্যক্তিকে রীতিমতো 'জুতোপেটা' করছেন শিল্পী এবং একটি হারিয়ে যাওয়া বোতল নিয়ে বারবার প্রশ্ন করছেন। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায় রাহাত ফতেহ আলি খান, ওই ব্যক্তিকে বারবার মারছেন, হাতে একটি স্লিপার। সেখানে বারবার তাঁকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, 'আমার বোতল কোথায়?' পরে ওই ব্যক্তির পরিচয় দিয়ে বলেন তিনি শিল্পীর শিষ্য নাভিদ হসনয়েন। যে ব্যক্তি 'প্রহৃত' হচ্ছিলেন তিনি পরে একটি ভিডিওয় খোলসা করেন যে তিনি 'দম কিয়া হুয়া পানি' অর্থাৎ 'পবিত্র জল'-এর বোতল হারিয়ে ফেলেছিলেন। পরে রাহাত ফতেহ আলি খান জানান, গোটা বিষয়টা 'উস্তাদ ও তাঁর শাগরেদ'-এর মধ্যের, এবং তিনি পরে ক্ষমাও চেয়ে নেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।