কলকাতা: তিনি কেরিয়ারের পাশাপাশি, সমান গুরুত্ব দেন পরিবারকে। কখনও বা বেশিই! দুই সন্তানকে ঘিরে তাঁর জীবনের অনেকটাই। আর পুজোর সময়টা তো পুরোটাই পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। পুজোর দিনগুলো অভিনেত্রী একেবারে পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন। তিনি নিজেও ভীষণ ভালবাসেন পুজোর কাজে অংশ নিতে। আর আজ, স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty), দুই ছেলে মেয়ে, ইউভান আর ইয়ালিনিকে নিয়ে পুজোয় সামিল হলেন অভিনেত্রী। প্রত্যেকেই পরেছিলেন হলুদ পোশাক। সবাই মিলে কখনও ভোগ খেলেন একসঙ্গে, কখনও আবার ঢাক বাজালেন। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তাঁদের পুজো কাটানোর। আর সেখানেই দেখা গেল, ঢাকির সঙ্গে তাল মিলিয়ে ঢাক বাজাচ্ছেন শুভশ্রী। ঢাক বাজাচ্ছে ইউভান ও। আর ছোট্ট ইয়ালিনিকে কোলে নিয়ে, সেই ঢাকের তালে তালে নাচ করছেন রাজ। সব মিলিয়ে একেবারে জমজমাট উৎসব। শুভশ্রীকে দেখা গেল হাতে ভোগের থালা নিয়েও। ইউভান আর ইয়ালিনি ও বাবা আর মা-কে পেয়ে মহা খুশি। আপাতত রাজ ব্যস্ত তাঁর নতুন সিনেমা 'হোক কলরব' নিয়ে। তবে পুজোর কয়েকটা দিন কাজ বন্ধ। একেবারেই পরিবারে মন দিতে চান রাজ আর শুভশ্রী ২ জনেই। 

 

Continues below advertisement

রাজের নতুন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এর আগে রাজ ও শাশ্বত 'আবার প্রলয়'-এ একসঙ্গে কাজ করেছিলেন। দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল এই সিনেমা। তবে 'হোক কলরব'-এ শাশ্বতকে কেমন চরিত্রে দেখা যাবে তা অবশ্য এখনও বলতে নারাজ শাশ্বত। এই ছবিতে ৪০ থেকে ৫০ জন নতুন মুখ কাজ করছেন বলে জানিয়েছেন রাজ। প্রথমে পরিকল্পনা ছিল চলতি বছরের শেষে, বড়দিনে এই সিনেমাটিকে বড়পর্দায় নিয়ে আসার। তবে বড়দিনে বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা হয়ে রয়েছে ইতিমধ্যেই। সেই কারণে রাজ প্রাথমিকভাবে ঠিক করেছেন, পরের বছরের প্রথম দিকেই, ২৩ জানুয়ারি এই সিনেমা বড়পর্দায় নিয়ে আসবেন।