কলকাতা: হ্যাকারের কবলে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র ফেসবুক অ্যাকাউন্ট। মঙ্গলবার সকালেই পরিচালক জানিয়েছেন, তাঁর ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, রাজ চক্রবর্তীর ফেসবুকে প্রোফাইলে তাঁর নামের বদলে বিদেশি ভাষায় কিছু নাম লেখা। তবে রাজের বায়োতে ছিল ইংরাজিতে তাঁর পরিচয়ই। রাজ জানিয়েছেন, কেবলমাত্র তাঁর প্রোফাইল নয়, তাঁর ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এমনকি প্রযোজনা সংস্থার সামাজিক মাধ্যমের পাতাটিও হ্যাকারদের কবলে। সোশ্যাল মিডিয়ার রাজের অ্যাকাউন্টগুলি নাকি বেশ কিছুদিন থেকেই সমস্যা করছিল। তবে সেই পাতাগুলি যে হ্যাকারদের কবলে তা বুঝতে পারেননি রাজ চক্রবর্তী। 


রাজ জানিয়েছেন, তিনি নিজে সবসময়ে নিজের প্রোফাইল ব্যবহার করেন না। তাঁর হয়ে তাঁর টিমই তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড পেজ ও প্রযোজনা সংস্থার পেজ থেকে পোস্ট করে। সেই টিম থেকেই তাঁকে প্রথম জানানো হয়ে যে তাঁর প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। এই ঘটনায় রাজ পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। তবে বর্তমানে রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্টে আবার তাঁর নামই ফিরে এসেছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানাবার পরে রিকভার করা হয়েছে তাঁর তিনটি অ্যাকাউন্টই।


প্রসঙ্গত, পুজোয় মুক্তি পাচ্ছে না রাজের কোনও ছবি। তবে কাজ চলছে তাঁর নতুন একটি ছবি 'সন্তান'-এর। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়, তবে বর্তমানে পুজোয় মুক্তি পাচ্ছে না সেটি। রাজের এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এই ছবিটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সদ্য সিনেমার শ্রেষ্ঠ সম্মান 'দাদাসাহেব ফালকে' পেয়েছেন মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় রাজ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে। যদিও রাজ ও মিঠুনের রাজনৈতিক পরিচয় আলাদা। রাজ তৃণমূলের সদস্য, বিধায়ক। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্য। তবে রুপোলি পর্দা যেন মিলিয়ে দেয় সবটাই। রাজ ছাড়াও, দেব কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। দেব তৃণমূলের সাংসদ আর মিঠুনের রাজনৈতিক পরিচয় বিজেপি। তবে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। 


আরও পড়ুন: RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।