Rajkumar Rao And Patralekha: 'বেবি অন দ্য ওয়ে', সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা
Bollywood News: সন্তানসম্ভবা পত্রলেখা। ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন রাজকুমার রাও।

Rajkumar Rao And Patralekha: মা-বাবা হতে চলেছেন পত্রলেখা এবং রাজকুমার রাও। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করেছেন বলিউডের এই দম্পতি। ইনস্টাগ্রামে পোস্ট করে রাজকুমার এবং পত্রলেখা লিখেছেন, 'বেবি অন দ্য ওয়ে'। আর এই খবরে তাঁরা নিজেরাও যে উচ্ছ্বসিত, সেকথাও জানিয়েছেন রাজকুমার এবং পত্রলেখা।ইতিমধ্যেই এই সেলিব্রিটি দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিটাউন তারকাদের অনেকেই। কোরিওগ্রাফার এবং পরিচালক ফারহা খান লিখেছেন, 'অবশেষে খবরটা প্রকাশ্যে এল। এই খবরটা শুধু নিজের মধ্যে রাখতে বেশ কষ্ট করতে হয়েছে আমায়। শুভেচ্ছা।' অর্থাৎ বোঝাই যাচ্ছে, রাজকুমার-পত্রলেখার পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে, তার খবর আগে থেকেই জানতেন ফারহা খান। অবশ্য তিনি যে দুই অভিনেতারই বেশ ঘনিষ্ঠ তার পরিচয় এর আগেও পাওয়া গিয়েছে। রাজকুমার-পত্রলেখার বিয়েতেও হাজির ছিলেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল, রাজকুমারের মাথায় সাফা (পাগড়ি) বেঁধে দিচ্ছেন ফারহা খান।
View this post on Instagram
২০১০ সাল থেকে ডেট করছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। এর ১১ বছর পর ২০২১ সালের ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন বলিউডের এই দুই অভিনেতা। চণ্ডীগড়ে বিয়ে হয়েছিল তাঁদের। লাল লেহেঙ্গায় সেজেছিলেন পত্রলেখা। সাদা শেরওয়ানিতে বিয়ের আসরে ছিলেন রাজকুমার।
সামনেই আসছে রাজকুমার রাওয়ের নতুন ছবি 'মালিক'। ১১ জুলাই রিলিজ হবে এই ছবি। সাধারণত যেসব চরিত্রে রাজকুমার রাওকে অভিনয় করতে দেখা যায়, এখানে তার থেকে একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা। কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মানুষী চিল্লার। পুলিশের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রয়েছেন আরও অনেক তাবড় কলাকুশলী। এবছরে পত্রলেখারও একটি ছবি রিলিজ হয়েছিল। 'ফুলে' নামের ওই সিনেমায় সাবিত্রীবাই ফুলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে পত্রলেখাকে। এই ছবিতে পত্রলেখার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রতীক গান্ধী।
View this post on Instagram
এর আগে একসঙ্গে ২০১৪ সালে 'সিটি লাইটস' ছবিতে কাজ করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। সম্প্রতি পত্রলেখা নজর কেড়েছিলেন 'IC 814 The Kandahar Hijack, নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজেও।






















